ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা মাদারীপুর পৌরসভায়

প্রকাশিত: ০৪:২০, ২৩ জুলাই ২০১৬

একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা মাদারীপুর পৌরসভায়

একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকায়। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টির পানি নামতে লাগে এক সপ্তাহেরও বেশি সময়। শহরের পুকুরগুলো ভরাট হয়ে যাওয়াকেই জলাবদ্ধতার অন্যতম কারণ বলে মনে করেন স্থানীয়রা। পৌর মেয়র জানান, স্থায়ীভাবে এই জলাবদ্ধতা দূর করতে সময় লাগবে কমপক্ষে দু’বছর। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভা। এখন পর্যন্ত শহরে ৪০টি ড্রেনেজ নির্মাণ করা হলেও স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করা সম্ভব হচ্ছে না। আর আড়াই কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার এলাকা জুড়ে আরও ১০টি ড্রেনেজের কাজ দুই বছর ধরে চলায় শহরবাসীর ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। বৃষ্টির পানি না নামতে পারায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে ১, ৩ ও ৬নং ওয়ার্ডের বাসিন্দাদের। এসব ওয়ার্ডের বাসাবাড়ির পাশাপাশি হাঁটু পানিতে তলিয়ে গেছে অধিকাংশ সরকারী-বেসরকারী অফিস। এছাড়া স্কুল-কলেজেও পানি ঢুকে পড়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, একে একে পুকুর ও জলাশয় ভরাট হওয়ায় জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না। অবশ্য পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ জানালেন, স্থায়ীভাবে এই সমস্যার সমাধানে কমপক্ষে সময় লাগবে ২ বছর। -স্টাফ রিপোর্টার
×