ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৪:১৩, ২৩ জুলাই ২০১৬

অন্যরকম

ফেসবুক ড্রোন নিজেদের তৈরি ড্রোনের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করেছে ফেসবুক। এশুইলা নামের ড্রোনগুলো তৈরি হয়েছে যুক্তরাজ্যের সমারসেটের একটি কারখানায়। যাত্রী পরিবহন, যুদ্ধ বা অন্য কোন উদ্দেশ্যে নয় বরং দুর্গম এলাকায় বসবাসরত মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেয়া এর লক্ষ্য। কার্বন ফাইবারের তৈরি ড্রোনগুলো গত মাসের ২৮ তারিখ উড্ডয়ন করা হলেও ছবিগুলো সদ্যই প্রকাশ করেছে ড্রোন -বিবিসি ভিটামিন থেকে ব্যাটারি! ভিটামিন বিটুর অণু থেকে হার্ভার্ডের এমন এক ধরনের জৈব অণুজীবের সন্ধান পেয়েছেন যা ভবিষ্যতে ব্যাটারি চার্জের জন্য কাজে লাগানো যেতে পারে। সৌর ও বায়ু শক্তিকে কাজে লাগিয়ে ব্যাটারি যেভাবে বিদ্যুত সংরক্ষণ করে থাকে ভিটামিন বিটুয়ের মধ্যে তারা সে ধরনেরই জৈব অণুর সন্ধান পান। বিজ্ঞানীরা আশা করছেন অণুভিত্তিক ব্যাটারি তৈরি করা সম্ভব হলে তা রিচার্জেবল ব্যাটারির জগতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। Ñইন্ডিয়ান এক্সপ্রেস এ্যাম্বুলেন্স কলিং এ্যাপ প্রয়োজনের সময় দ্রুত এ্যাম্বুলেন্স সেবা পৌঁছে দিতে ভারতের গবেষকরা তৈরি করেছেন একটি এ্যাপ। এটি নিকটবর্তী এ্যাম্বুলেন্স অপারেটরের সঙ্গে এর ব্যবহারকারীকে সংযুক্ত রাখতে। আপদকালে এ্যাম্বুলেন্সের কাছে খবর দ্রুত পৌঁছে যাবে। ১০-১৫ মিনিটের মধ্যে রোগীকে হাসপাতালে পৌঁছানো সম্ভব হবে লাইফ হোভার এ্যাপেরসহ প্রতিষ্ঠাতা প্রণব বাজাজ জানিয়েছেন।Ñটাইমস অব ইন্ডিয়া নীল সতর্কতা জারি চীনের আবহাওয়া দফতর ঝড় ও বৃষ্টিতে বিধ্বস্ত জনজীবনে নীল সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে বৃষ্টির সঙ্গে চীনের দক্ষিণাঞ্চলে ঝড়ের প্রকোপ বাড়তে পারে। বৃষ্টির জন্য সবচেয়ে খারাপ অবস্থা গুয়ানঝৌ, গুয়াংশি, হুয়ান, জিয়াংশি, ঝেঝিয়াং, ফুজিয়ান, হেবেই, হেনান ও ইউনানের। -ওয়েবসাইট কেএফসির হোম ডেলিভারি ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে কেএফসি। শুক্রবার থেকে নিউজিল্যান্ডে এই সার্ভিস চালু করেছে বিশ্বখ্যাত চেইন রেস্তরাঁটি। ফাস্টফুডের হোম ডেলিভারির ব্যাপক চাহিদা রয়েছে বলে কেএফসির ব্র্যান্ড চেয়ারম্যান এডওয়ার্ড কোয়েন ভ্যান আর্কেল জানিয়েছেন। প্রতিষ্ঠানটি বার্ষিক ৯ হাজার কোটি ডলারের ব্যবসা করে থাকে। প্রতিবছর ৯ শতাংশ হারে এর ব্যবসা সম্প্রসারিত হচ্ছে। Ñনিউজিল্যান্ড হেরাল্ড এশিয়ার বাজারে পোকেমন জাপানের মার্কেটে শুক্রবার স্মার্টফোন গেম ‘পোকেমন গো’ লঞ্চ করা হয়েছে। এই প্রথম এশিয়ার কোন মার্কেটে আনুষ্ঠানিকভাবে গেমটি উদ্বোধন করা হলো। নিন্টেন্ডো এবং নিয়ন্টিক কোম্পানি দুটো যৌথভাবে চলতি মাসের ৬ তারিখ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে ৩০টি দেশের ৩ কোটি বারের বেশি এ্যান্ড্রয়েড ফোনে এটি ডাউনলোড করা হয়েছে। যাতে কোম্পানি দুটো সাড়ে ৩ কোটি ডলারের বেশি আয় করেছে। -এএফপি
×