ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে তদন্ত শুরু পানামায়

প্রকাশিত: ০৪:১২, ২৩ জুলাই ২০১৬

যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে তদন্ত শুরু পানামায়

১৯৮৯ সালে পানামায় যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে তৎকালীন একনায়ক জেনারেল ম্যানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করেছিল। এ ব্যাপারে একটি তদন্ত শুরু করেছে পানামা সরকার। খবর বিবিসির। তদন্তকারী কমিশন ওই অভিযানে কত লোক নিহত হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিত করার ব্যাপারেও কাজ করবে বলে আশা করা হচ্ছে। নিহতদের পরিবার ক্ষতিপূরণ পাবে কিনা তাও মূল্যায়ন করবে কমিশন। সরকারীভাবে ওই অভিযানে পানামার ৫১৪ সেনা ও সাধারণ মানুষ নিহত হয়েছে বলা হলেও স্থানীয় কয়েকটি গোষ্ঠীর দাবি, নিহতের প্রকৃত সংখ্যা হাজারের কাছাকাছি। অভিযানে ২৩ জন মার্কিন সেনাও নিহত হয়। দেশটির ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ইসাবেল দে সেইন্ট মালো বলেন, পানামা তার ক্ষত নিরাময় করতে চাইছে। এই সত্য উদঘাটিত না হলে ঐক্য সম্ভব হবে না। পানামার সাবেক একনায়ক ৮৩ বছর বয়সী ম্যানুয়েল নরিয়েগা বর্তমানে দেশটির কারাগারে বন্দী রয়েছেন।
×