ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনী ঢেলে সাজানোর ঘোষণা এরদোগানের

তুরস্কে জরুরী অবস্থা জারি করায় ইইউর উদ্বেগ

প্রকাশিত: ০৪:১১, ২৩ জুলাই ২০১৬

তুরস্কে জরুরী অবস্থা জারি করায় ইইউর উদ্বেগ

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর বুধবার তিন মাসের জরুরী অবস্থা ঘোষণা করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এদিকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সামরিক বাহিনীকে দ্রুত পুনর্বিন্যাস করে এতে নতুন করে লোক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর গার্ডিয়ানের। এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদরিকা মোগোরিনি ও এনলজিমেন্ট কমিশনার জোহানেস হান বলেন, আমরা তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর সেখানে জারি করা জরুরী অবস্থা সম্পর্কিত ঘটনাবলী গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। বিবৃতিতে কড়া ভাষায় বলা হয়, সম্প্রতিকালে শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ ও সংবাদ মাধ্যম সম্পর্কে কতগুলো অগ্রহণযোগ্য সিদ্ধান্তের পর জরুরী অবস্থার ঘোষণা এল। আমরা তুর্কি কর্তৃপক্ষকে যে কোন পরিস্থিতিতে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার, মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সবার ন্যায়বিচার লাভের অধিকার নিশ্চিত করাসহ যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বৃহস্পতিবার বলেছেন যে, সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ব্যাপারে গোয়েন্দাদের যথেষ্ট ব্যর্থতা ছিল এবং সামরিক বাহিনী দ্রুত পুনর্বিন্যাস করে এতে নতুন লোক নিয়োগ করা হবে। ব্যর্থ অভ্যুত্থান শেষে জরুরী অবস্থা ঘোষণার পর এটিই এরদোগানের প্রথম সাক্ষাতকার। সাক্ষাতকারে এরদোগান বলেন, নতুন অভ্যুত্থান চেষ্টার আশঙ্কা রয়েছে। তবে তা খুব সহজ হবে না। কেননা আমরা আরও সতর্ক রয়েছি। এটা খুব স্পষ্ট যে আমাদের গোয়েন্দাদের মধ্যে উল্লেখযোগ্য দুর্বলতা রয়েছে। এটি লুকানোর বা অস্বীকার করার কোন উপায় নেই। আমি এটি জাতীয় গোয়েন্দা প্রধানকে জানিয়েছি। এরদোগান আঙ্কারায় তার প্রাসাদে ওই স্বাক্ষাতকার দেন। অভ্যুত্থানের সময় সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল।
×