ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিতার ইতিবাচক ভাবমূর্তি গড়তে প্রাণান্তকর চেষ্টা চালান ইভানকা

প্রকাশিত: ০৪:১০, ২৩ জুলাই ২০১৬

পিতার ইতিবাচক ভাবমূর্তি গড়তে প্রাণান্তকর চেষ্টা চালান ইভানকা

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ৩৪ বছর বয়সী মেয়ে ইভানকা বৃহস্পতিবার রাতে তার বাবাকে পরিচয় করিয়ে দিয়েছেন দর্শক ও ভোটারদের উদ্দেশে। যেসব ভোটারের ট্রাম্পের সম্পর্কে এখনও সংশয় রয়েছে ইভানকা তাদের কাছে তার বাবাকে দেশ ও নারী সমাজের জন্য ‘একজন যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন। ক্লিভল্যান্ডে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ইভানকা তার বক্তব্য উপস্থাপনের সময় বেশ মার্জিত ও সতর্ক দৃষ্টিভঙ্গির পরিচয় দেন। মোটকথা, পিতার ইতিবাচক ভাবমূর্তি গড়তে প্রাণান্তকর চেষ্টা চালান ইভানকা। ইভানকা বলেন, আমি নিজেকে সুনির্দিষ্টভাবে রিপাবলিকান বা ডেমোক্রেট মনে করি না। বরং দলীয় পরিচয়ের উর্ধে থেকে আমি যা আমার পরিবার ও দেশের জন্য সঠিক মনে করি তার পক্ষেই ভোট দেই। পারিবারিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প কন্যা বলেন, আমার বাবা মেধার মূল্যায়ন করেন। তিনি প্রকৃত জ্ঞান ও দক্ষতা খুঁজে পেলে তার কদর করেন। তিনি বর্ণ ও লিঙ্গ নিরপেক্ষ। তিনি শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়োগ দিয়ে থাকেন। ইভানকা টিভির প্রাইম-টাইম অনুষ্ঠানে তার বাবাকে লাখ লাখ মানুষের কাছে পরিচয় করিয়ে দেন। প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী হওয়ার পর থেকে ট্রাম্পের অনুষ্ঠানগুলোতে তার এই মেয়েকেই সবচেয়ে বেশি দেখা গেছে। ইভানকা তার ঘনিষ্ঠতম উপদেষ্টা হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি বলেন, বাবার নির্মাণ প্রতিষ্ঠানের কাজ দেখভাল করার সময় আমি বিশ্ব সম্পর্কে অনেক কিছু শিখেছি। তিনি বলেন, ট্রাম্প টাওয়ারে একটা অফিসে আমরা একসঙ্গে কাজ করি। আমার মনে পড়ে বাবার ডেস্কের পাশে আমার খেলার কথা। আমি লেসো ও ইরেক্টর সেট দিয়ে বাবার ডেস্কের পাশে বসে খেলনা বিল্ডিং বানাতাম। আর আমার বাবা কংক্রিট স্টিল ও গ্লাস দিয়ে সত্যিকারের ভবন বানাতেন। তিন সন্তানের জননী ইভানকা বলেন, তার বাবা সন্তানদের শিখিয়েছেন কিভাবে ধৈর্যশীল হতে হয়, কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবং কিভাবে সেরাটা পাওয়ার জন্য জোর চেষ্টা চালাতে হয়। বাবার কথা স্মরণ করে ইভানকা বলেন, ছোটবেলা বলতেনÑ ‘ইভানকা তুমি যদি অন্যভাবে ভাবতে চাও তাহলেও তুমি বড় কিছু ভাবতে পারবে।’ বক্তৃতা দেয়ার সময় অনুষ্ঠানস্থলে ইভানকা ২০২৪ লেখা পোস্টার সাঁটানো দেখা যায়। কেউ কেউ এই সাবেক মডেলকে ভবিষ্যতের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও মন্তব্য করেছেন। ইভানকা তার বক্তৃতার বেশিরভাগ সময়েই তার পিতার নারীবিদ্বেষী ভাবমূর্তি খ-নের চেষ্টা চালান। কারণ নারীবিদ্বেষী বেশকিছু মন্তব্যের কারণে বহু নারী ট্রাম্পের প্রতি ক্ষুব্ধ। ওয়াশিংটন পোস্টের নতুন সমীক্ষায় দেখা গেছে, শতকরা ৬৯ ভাগ নারী ভোটারের কাছে ডোনাল্ড ট্রাম্প অপ্রিয় প্রার্থী। বাবার ইতিবাচক ভাবমূর্তি গড়ার লক্ষ্যে ইভানকা বলেন, আমাদের পারিবারিক কোম্পানিতে পুরুষ নির্বাহীর চাইতে নারী নির্বাহীর সংখ্যাই বেশি। এছাড়া আমরা মেয়েদের সমান পারিশ্রমিক দিয়ে থাকি। আর কেউ সন্তানসম্ভবা হলে আমরা তাকে চাকরিচ্যুত করি না। বরং সহায়তা দিয়ে থাকি। ইভানকার এ বক্তৃতা দেয়ার সময় ট্রাম্পের বর্তমান স্ত্রী (ইভানকার সৎ মা) তার দিকে তাকিয়ে ছিলেন। ট্রাম্পের তিনটি বিবাহসূত্রে ইভানকাসহ পাঁচ সন্তান রয়েছে। সূত্র : ওয়াশিংটন পোস্ট
×