ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সহ্য করা হবে না ॥ ধর্মমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪১, ২২ জুলাই ২০১৬

হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সহ্য  করা হবে না ॥ ধর্মমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ হজ ব্যবস্থাপনায় কোন রকম বিশৃঙ্খলা সহ্য করবে না সরকার। এ লক্ষ্যে অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং হজ ব্যবস্থাপনা কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে ধর্মমন্ত্রী এবং হজ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন সাংবাদিকদের এ কথা জানান। কমিটি আশা করছে, আগামী দু’এক দিনের মধ্যে সরকারী কোটার চার হাজার ২শ’ জনের কোড পরিবর্তন হয়ে বেসরকারী ব্যবস্থাপনায় চলে যাবে। সম্মিলিতভাবে ব্যবস্থাপনা নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা কোন কারচুপি করিনি। স্ট্যান্ডিং কমিটি এবং হজ ব্যবস্থাপনা কমিটির যে বক্তব্য আমারও সেই একই বক্তব্য। হজ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বজলুল হক হারুন বলেন, বারবার চিহ্নিত ৪-৫ ব্যক্তি হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা করে আসছে, এ কারণে ধর্মমন্ত্রী আগে থেকেই কমিটি গঠন করে দিয়েছেন। হজ অব্যবস্থাপনার সঙ্গে কিছুটা রাজনৈতিক বিষয় আছে জানিয়ে বজলুল হক হারুন বলেন, যারা অন্য দলের সঙ্গে সম্পৃক্ত, তারা পেছনে ঘাপটি মেরে থাকে; যাতে হজ সুশৃঙ্খলভাবে হতে না পারে। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদের বিরুদ্ধে শুধু মৌখিকভাবে নয়, আপনারা দেখতে পারবেন তাদের বিরুদ্ধে কী এ্যাকশনটা হয়। সাম্প্রতিক জঙ্গী হামলার প্রেক্ষাপটে হজে গিয়ে ফিরে না আসার আশঙ্কা প্রসঙ্গে কমিটির আহ্বায়ক বলেন, এবার ই-সিস্টেমে হজ হচ্ছে। একজন হাজী গিয়ে অন্য স্থানে যাবেÑ এরকম সুযোগ নাই। হাজী কোথায় যাবে, মক্কা-মদিনায় কতদিন সে থাকবে, কোন হোটেলে থাকবে, মীনা-আরাফাতে কোথায় থাকবেÑ এসব ব্যাপারে এজেন্সির বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। অন্য দেশে গেলে বিমানবন্দর থেকে তাকে যেতে হবে, তার নিজের যাওয়ার কোন সুযোগ নেই। সৌদি সরকার অত্যন্ত কঠিনভাবে নিরাপত্তার ওপর নজর দিচ্ছে। এ ব্যাপারে শতভাগ নিশ্চিন্ত থাকার পরামর্শ দেন হজ কমিটির আহ্বায়ক। বাংলাদেশে হাজী ক্যাম্প আশকোনাতেও নিরাপত্তার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা করে কঠিন নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানায় কমিটি। আশকোনা ক্যাম্পে বাইরের কোন লোক এ্যালাও করা হবে না, এজেন্সির লোকদেরও পাস নিয়ে যেতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ সেপ্টেম্বর (৮ জিলহজ) সৌদি আরবে হজ হওয়ার কথা রয়েছে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে বেসরকারী ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭শ’ ৫৮ জন এবং সরকারী ব্যবস্থাপনায় ১০ হাজার মুসল্লি হজে যেতে পারবেন।
×