ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাসদের আলোচনা সভা

জিয়া বেইমানি করে তাহেরকে ফাঁসি দিয়েছিল

প্রকাশিত: ০৮:৩৮, ২২ জুলাই ২০১৬

জিয়া বেইমানি করে তাহেরকে ফাঁসি দিয়েছিল

স্টাফ রিপোর্টার ॥ কর্নেল আবু তাহের জিয়াকে রক্ষা করলেও জিয়া বেইমানি করে তাহেরকে ফাঁসি দিয়েছিল। হাইকোর্টের পর্যবেক্ষণেও জিয়াকে ঠা-ামাথার খুনী বলে আখ্যা দেয়া হয়েছে। তাহের বীরত্বের প্রতীক, বীরেরা আপোস করে নাÑ তেমনি তার দল জাসদও তাহেরের আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবে না। নিজেদের বিভেদ ভুলে দলের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলোর মধ্যে অবিচ্ছেদ্য জাতীয় ঐক্য গড়ে তুলে জঙ্গীবাদ ও অন্ধকারের শক্তিকে প্রতিহত করতে হবে। ’৭১-এর পরাজিত শক্তিকে প্রতিহত করতে বৃহত্তর গণজোয়ার সৃষ্টি করতে হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কর্নেল আবু তাহের হত্যার ৪০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘৪০তম তাহের দিবসের ডাক ধর্মীয় জঙ্গী সন্ত্রাস ও বর্বর হত্যাকা- রুখে দাঁড়াও, সমতা ও ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোল’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাসদ। শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেনÑ কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের এমপি, সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য মইনুদ্দিন খান বাদল এমপি, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, লুৎফর রহমান প্রমুখ। আলোচনায় অংশ নিয়ে লুৎফা তাহের বলেন, কর্নেল তাহের ও তাঁর দল জাসদ জিয়াকে রক্ষা করলেও জিয়া বেইমানি করে তাহেরকে ফাঁসি দিয়েছিল। বাংলাদেশে আগুন সন্ত্রাসীরা যা করেছে তার পুনরাবৃত্তি হবে না তা বলা যায় না, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। নিজেদের বিভেদ ভুলে ঐক্য গড়ার মাধ্যমে বৃহত্তর গণজোয়ার সৃষ্টি করতে হবে। জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাহেরকে গোপনে ফাঁসির মাধ্যমে হত্যা করা হলো। লম্বা সময়ের জন্য কারাদ- দেয়া যেত। কিন্তু তদানীন্তন সামরিক সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তাহেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে হবে। তাই বিচারের শেষ মুহূর্তে এসে বিধিবিধান না মেনেই ফাঁসি দেয়া হলো। বিধিবিধানে সম্ভব হচ্ছে না দেখেই আইন সংশোধন করে ফাঁসি কার্যকর করা হয়। জিয়া হচ্ছে ঠা-ামাথার খুনী, তাহের দেশপ্রেমিক। মইনুদ্দিন খান বাদল এমপি বলেন, কর্নেল তাহের বীরত্বের প্রতীক। বীরেরা আপোস করে না, ঠিক তেমনি আমরাও তাহেরের আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। শ্রেণী বৈষম্যহীন সমাজ গড়ার জন্য যা করার তাই করব।
×