ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে অটোর ধাক্কায় গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৮:৩২, ২২ জুলাই ২০১৬

রাজধানীতে অটোর ধাক্কায় গার্মেন্টস কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখানে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় শেফালী বেগম নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। মিরপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। জুরাইনে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, দক্ষিণখানে অটোর ধাক্কায় নিহত শেফালীর স্বামীর নাম রাশেদ মিয়া। ওরা সপরিবারে আটিপাড়ায় থাকত। মিরপুর-১ নম্বরে গোদারাঘাট কাঁচাবাজারের একটি গ্যারেজে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোশারফ (১৪) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। গ্যারেজের মালিক লিটন মিয়া জানান, গ্যারেজে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয় মোশারফ। আহত অবস্থায় মোশারফকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যালে জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাজধানীর জুরাইনের মুরাদপুর এলাকার একটি বাসায় খলিল উদ্দিন (২৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে খলিল আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খলিল উদ্দিনের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×