ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলশান হামলা

রুমা আক্তার নামে এক নারীকে নরসিংদী থেকে আটক

প্রকাশিত: ০৭:৫৫, ২২ জুলাই ২০১৬

 রুমা আক্তার নামে এক নারীকে নরসিংদী থেকে আটক

বিডিনিউজ ॥ গুলশান হামলায় তদন্তে নরসিংদীর শিবপুর থেকে রুমা আক্তার নামে এক নারীকে আটক করা হয়েছে। রুমার (২২) পরিবারের সদস্যরা এ খবর জানালেও পুলিশের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। রুমা শিবপুর উপজেলার সাদারচর ইউনিয়নের কুপি গ্রামের বদু মিয়ার মেয়ে। বদু মিয়া বলেন, ‘সন্ধ্যায় বাড়ি থেকে আমার মেয়েকে আটক করে নিয়ে যায় ঢাকা থেকে আসা একদল ডিবি পুলিশ। তারা গুলশান হামলায় জড়িত সন্দেহে রুমাকে আটকের কথা আমাদের জানিয়ে গেছে।’ এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘রুমা নামে একজনকে আটকের কথা স্থানীয়দের কাছে শুনেছি, তবে ডিএমপি আমাদের কিছু জানায়নি। যোগাযোগ করা হলে ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান রাত সাড়ে দশটার দিকে বলেন, এ রকম কোন খবর আমার জানা নেই। বিশ্বজুড়ে আলোচিত গুলশান হামলার ছায়া তদন্তকারী র‌্যাব একটি সিসি ক্যামেরার ভিডিওচিত্র প্রকাশের পর নরসিংদীর এই নারীকে আটকের খবর এলো। ওই ভিডিওচিত্রে সন্দেহভাজন চারজনকে শনাক্তের কথা র‌্যাব জানিয়েছিল, যার মধ্যে ব্যাগ কাঁধে সালোয়ার-কামিজ পরা এক নারীকেও দেখা যায়।
×