ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫০০ হাতি স্থানান্তর

প্রকাশিত: ০৭:২১, ২২ জুলাই ২০১৬

৫০০ হাতি স্থানান্তর

চোরা শিকারির কবল থেকে রক্ষা করতে পাঁচ শ’ আফ্রিকান হাতিকে মালাবির বিশেষ অভয়ারণ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে হেলিকপ্টার থেকে ঘুমপাড়ানি গুলি করে হাতিদের ঘুমন্ত দেহ ক্রেন ও ট্রাকে করে স্থানান্তর করা হচ্ছে। নদী তীরবর্তী মালাবির লিওঁদ ন্যাশনাল পার্ক ও ম্যাজেটি রিজার্ভ থেকে তাদের এনখোতাকোতা ওয়াইল্ড লাইফ রিজার্ভে সরিয়ে নেয়া হচ্ছে। আফ্রিকান পার্কস কর্তৃপক্ষ মালাবির তিনটি সংরক্ষিত বনাঞ্চলের ব্যবস্থাপনায় তহবিল যোগাচ্ছে ডাচ পোস্টকোড লটারি ও ওয়াশিংটনভিত্তিক ওয়াইস ফাউন্ডেশন। -সিএনএন
×