ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যথাযথ পদক্ষেপ না নেয়ায় কাশ্মীর পরিস্থিতি বিপজ্জনক ॥ সোনিয়া

প্রকাশিত: ০৭:২০, ২২ জুলাই ২০১৬

যথাযথ পদক্ষেপ না নেয়ায় কাশ্মীর পরিস্থিতি বিপজ্জনক ॥ সোনিয়া

কংগ্রেসসহ ভারতের বিরোধী দলসমূহ জম্মু ও কাশ্মীরে বেসামরিক লোকদের বিরুদ্ধে মোদি সরকারের অতিরিক্ত শক্তি প্রয়োগের সমালোচনা করেছে। বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, নয়াদিল্লী যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় কাশ্মীর পরিস্থিতি ভীষণ বিপজ্জনক হয়ে উঠেছে। পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের এক ফাঁকে কংগ্রেসের পার্লামেন্ট সদস্যদের এক বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার সেখানে অনেক ভাল কাজ করেছে বলে কাশ্মীর উপত্যকায় কোন ধরনের অস্থিরতা বিরাজ করতে পারেনি। চলতি অধিবেশনের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির প্রথম বৈঠকে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সেখানকার ঘটনাবলী খুবই মর্মান্তিক এবং তা দেশের জন্য মহাবিপদ সৃষ্টি করেছে। -ডন অনলাইন
×