ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি আইএসের

প্রকাশিত: ০৭:২০, ২২ জুলাই ২০১৬

ফ্রান্সের বিরুদ্ধে হামলা তীব্র  করার হুমকি আইএসের

বাস্তিল দিবসে সহিংসতার পর ফ্রান্সের বিরুদ্ধে হামলা তীব্র করার হুমকি দিয়েছে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ। অন্যদিকে আইএসের বিরুদ্ধে গঠিত জোটে যুক্তরাষ্ট্র ও এর সহযোগীরা এ সন্ত্রাসী গ্রুপকে পরাজিত করার কৌশলে একমত হয়েছে। খবর টেলিগ্রাফ ও বিবিসি অনলাইনের। নিস শহরে ১৪ জুলাই বর্বর হামলার পর আইএস পরিচালিত সংবাদমাধ্যমে ওয়াইলায়াত আল-ফুরাত ও ওয়াইলায়াত নায়েনভিয়নে ফ্রান্সে আরও হামলা চালানোর জন্য ভিডিওবার্তায় আহ্বান জানানো হয়েছে। ১৪ জুলাই বাস্তিল দিবস পালন অনুষ্ঠানে মোহাম্মদ লাহৌআইয়েজ বুহলেল নামে এক জিহাদী জনতার ওপর একটি লরি চালিয়ে অন্তত ৮৪ জনকে হত্যা করেছে। ভিডিওগুলোর একটিতে এক ফরাসিভাষী আইএস যোদ্ধা একজন অনুপ্রাণিত মুসলিম বুহলেন কিভাবে হামলাটি ঘটিয়েছে তার বর্ণনা দিয়েছে। ভিডিওতে আইসের মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানির একটি ভাষণ থেকে উদ্ধৃতি দেয়া হয়। মুখপাত্র পাশ্চাত্যের বিরুদ্ধে নেকড়েসুলভ হামলা চালানোর জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে। আদনানি ২০১৪ সালের ওই ভাষণে নাগালের মধ্যে যে কোন পদ্ধতি ব্যবহার করে কাফের আমেরিকান বা ইউরোপীয়দের বিশেষ করে বিদ্বেষপূর্ণ ও নোংরা ফরাসীদের হত্যা করার আহ্বান জানায়।
×