ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্ধু হত্যার বদলা নিতেই জার্মানিতে ট্রেনে হামলা

প্রকাশিত: ০৭:১৯, ২২ জুলাই ২০১৬

বন্ধু হত্যার বদলা নিতেই জার্মানিতে ট্রেনে হামলা

আফগানিস্তানে বন্ধু নিহত হওয়ার খবর পেয়ে এর প্রতিশোধ নিতেই জার্মানির ট্রেনে কুড়াল ও ছুরি নিয়ে হামলা চালায় আফগান তরুণ। বলছেন জার্মান কৌঁসুলিরা। সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনে ১৭ বছর বয়সী ওই তরুণ একাই হামলা চালায়। ট্রেনে হামলা চালিয়ে হংকং-এর চারজনকে আহত করে ওই আফগান। হামলা করে পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। পাশের শহরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে আইএসের হাতে আঁকা একটি পতাকা পায় পুলিশ। বাভারিয়ার আঞ্চলিক কৌঁসুলি এরিক ওলেনশ্লিগা বলেন, ওই আফগান এক নিবেদিতপ্রাণ মুসলিম। সে তার মুসলিম বন্ধুকে হত্যাকারীদের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। Ñআই এ এনএস
×