ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় কপ্টার ভূপাতিত, তিন ফরাসী সেনা হত

প্রকাশিত: ০৭:১৯, ২২ জুলাই ২০১৬

লিবিয়ায় কপ্টার ভূপাতিত, তিন ফরাসী সেনা হত

লিবিয়ায় একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার ঘটনায় তিন ফরাসী সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ‘বিপজ্জনক গোয়েন্দা অভিযান’ চালানোর সময় এই সেনারা নিহত হন বলে ওলাঁদ জানিয়েছেন। খবর বিবিসির। লিবিয়ার জাতিসংঘ-সমর্থিত সরকার এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেছে, তাদের (ফরাসী সেনা) উপস্থিতি জাতির (লিবিয়া) সার্বভৌমত্বের ‘লঙ্ঘন’। এক বিবৃতিতে লিবীয় সরকার জানিয়েছে, ফরাসী সরকারের দেয়া ঘোষণায় তারা অসন্তুষ্ট। বুধবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্টিফেন ল্য ফোল প্রথমবারের মতো নিশ্চিত করেন যে, লিবিয়ায় তাদের বিশেষ বাহিনী ছিল। মঙ্গলবার লিবীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামপন্থী বিদ্রোহীরা একটি ফরাসী হেলিকপ্টার গুলি চালিয়ে ভূপাতিত করেছে।
×