ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনার কিলিংয়ের সঙ্গে সম্মানের কোন সম্পর্ক নেই ॥ মে

প্রকাশিত: ০৭:১৮, ২২ জুলাই ২০১৬

অনার কিলিংয়ের সঙ্গে সম্মানের কোন সম্পর্ক নেই ॥ মে

ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, অনার কিলিংয়ের নামে কোন নারীকে হত্যার মধ্যে কোন ধরনের সম্মান নেই এবং এ ধরনের হত্যাকা-কে সন্ত্রাসী কর্মকা- বলে অভিহিত করা উচিত। পরিবারের সম্মান রক্ষার নামে নারীকে হত্যা অপরাধ বলে মতপ্রকাশ করেন তেরেসা। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। ব্রিটেনের পার্লামেন্টের হাউস অব কমন্সে বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্বে তেরেসা তার এ দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। দেশটির কনজারভেটিভ পার্টির এমপি নুসরাত গনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন যে, তেরেসা এ ধরনের হত্যাকা-ের সঙ্গে সম্মান শব্দটি ব্যবহার বন্ধ করবেন কি-না। নুসরাত গনি বলেন, প্রধানমন্ত্রী কি একমত হবেন যে, এ ধরনের কাজ সম্মানের নয়, বরং সন্ত্রাসের এবং তিনি কি তার নতুন সরকারকে এ ধরনের জঘন্য কাজের বর্ণনায় সম্মান শব্দটি বন্ধের এবং নারীরা পুরুষের সম্পত্তি এমন ধারণার বৈধতা বন্ধের নির্দেশ দেবেন? তেরেসা এর উত্তরে বলেন, নুসরাত গনি একেবারে সত্য কথা বলেছেন। উগ্রপন্থা নানা রূপে হতে পারে। তাই সরকারের উগ্রপন্থাবিরোধী কৌশলে আমরা নানা দিকে দৃষ্টি দিচ্ছি। তথাকথিত সম্মানভিত্তিক সহিংসতার মতো আমাদের কমিউনিটির কিছু রীতির মূল কারণ খুঁজে বের করতে মনোযোগ দেয়া হয়েছে। তেরেসা আরও বলেন, আমি নুসরাত গনির সঙ্গে সম্পূর্ণ একমত। তথাকথিত সম্মানভিত্তিক সহিংসতার সঙ্গে কোন ধরনের সম্মান নেই। এটি পরিষ্কারভাবে সহিংসতা ও অপরাধ। শুধুমাত্র যুক্তরাজ্যেই গত পাঁচ বছরে ‘সম্মান’ সম্পর্কিত প্রায় ১১ হাজার অপরাধের ঘটনা ঘটেছে। এগুলোর অনেক অপরাধই ঘটেছে পারিবারিকভাবে বিয়েতে নারীর অস্বীকৃতি, অবৈধ সম্পর্ক ও ধর্ষণের কারণেও। পাকিস্তানের মডেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম সেলিব্রেটি কান্দিল বালুচকে ১৬ জুলাই তার ভাই হত্যা করার পর ব্রিটিশ পার্লামেন্টে অনার কিলিং নিয়ে আলোচনা করা হয়।
×