ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আনোয়ার হোসেনকে মেয়র প্রার্থী চায় তৃণমূল

না’গঞ্জ আওয়ামী লীগের সভায় আইভী ইস্যুতে উত্তেজনা

প্রকাশিত: ০৭:০৭, ২২ জুলাই ২০১৬

না’গঞ্জ আওয়ামী লীগের সভায় আইভী ইস্যুতে উত্তেজনা

সংবাদদাতা ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে ওয়ান ইলেভেন ও বিএনপি-জামায়াতের দোসর হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলেছেন, গত ১০ বছর ধরে মেয়র আইভী আমাদের অবজ্ঞা করেছেন, তাতে দুঃখ নেই কিন্তু উনি আমাদের প্রাণপ্রিয় নেত্রী ও বর্তমান সরকারের বহুবার সমালোচনা করেছেন। এ সময় মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা আগামী সিটি কর্পোরেশনের নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে সমর্থন ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের মুলতবি সভায় তৃণমূলের নেতাকর্মীরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় মেয়র আইভী ইস্যুতে নেতাকর্মীরা তীব্র সমালোচনা করে বক্তব্য দেন এবং সভায় উত্তেজক সৃষ্টি হয়। একপর্যায়ে সভাপতি আনোয়ার হোসেনের হস্তক্ষেপে সবাই শান্ত হলেও শামীম ওসমান ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। সভায় আনোয়ার হোসেন বলেন, আমার ৪৫ বছরের রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ অর্জন আজ। যে সম্মান আর ভালবাসা আজ দিয়েছেন তাতে আমি ওয়াদা করছি যতদিন বাঁচব বঙ্গবন্ধুর আদর্শকেই ধরে রাখব, আমৃত্যু জননেত্রী শেখ হাসিনার কর্মী থাকব আর আপনাদের নিয়েই বাঁচব। মুলতবি সভার প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শামীম ওসমান এমপি বলেন, আইভীকে নিয়ে কথা বলার মতো মানসিকতা আমার নেই। কে সিটি কর্পোরেশনের মেয়র হবেন তা নিয়েও মাথাব্যথা নেই। কিন্তু কোন খন্দকার মোশতাকের ‘প্রেতাত্মা’ দলের নাম ব্যবহার করে মেয়র হয়ে আবারও দলের ও নেতাকর্মীদের ক্ষতি করবে, অবজ্ঞা অবহেলা করবে, বঞ্চিত করবে, দুর্নীতি করে নারায়ণগঞ্জবাসীকে অপমানিত করবে সেটা হতে দেব না। এ সময় শামীম ওসমান প্রথম আলো ও যুগান্তরের কয়েকটি পেপার কাটিং দেখিয়ে বলেন, প্রথম আলোর গোলটেবিল বৈঠকে আইভী আমাদের মাতৃতুল্য নেত্রী ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছে, ‘একটি-দুটি পরিবারের পাশে থাকলে হবে না, জনগণের পাশে থাকতে হবে।
×