ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প

প্রকাশিত: ০৬:০৭, ২২ জুলাই ২০১৬

ছ বি র  গ ল্প

ইলেকট্রনিক ট্যাটু শখের বশে গালে লাগানো ‘ইলেকট্রনিক ট্যাটু’ গালের মাংসপেশির সঙ্গে সঙ্গে নার্ভের অবস্থানও পর্যালোচনা করে। অর্থাৎ ব্যবহারকারীদের অনুভূতি বুঝতে পারে এ ইলেকট্রনিক ট্যাটু। ন্যানো টেকনোলজিভিত্তিক কনডাক্টিভ পলিমারে তৈরি ট্যাটুটি আঠার সাহায্যে সহজেই লাগানো সম্ভব। চিকিৎসা ও বাণিজ্যিক জরিপ কাজেও সহায়তা করতে সক্ষম কৃত্রিম ট্যাটুটি। সূত্র : ডেইলি মেইল
×