ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গবেষনা

প্রকাশিত: ০৬:০৬, ২২ জুলাই ২০১৬

নতুন গবেষনা

নারী রোবট দূর থেকে দেখে বোঝার উপায় নেই সামনে দাঁড়ানো রূপবতী নারী আসলে একটি রোবট। হাত ও ঠোঁট নাড়িয়ে কথা বলার পাশাপাশি অন্যের কথা অনুযায়ী শরীর নাড়িয়ে নানা ভঙ্গিও করতে পারে। ‘জিয়া জিয়া’ নামের রোবটটি মানুষের মতোই চোখের পাতা ফেলতে পারে। এমনকি হাসতেও পারে। চীনে অনুষ্ঠিত সামার ডেভোস ফোরামে দেখা মিলেছিল সুন্দরী রোবটটির। পাখির বাসায় ওয়াইফাই দূর থেকে পাখির বাসা মনে হলেও এটি আসলে ওয়াইফাই হটস্পট। ‘ট্রিওয়াইফাই’ নামের হটস্পটটি কাজে লাগিয়ে বিনা মূল্যে ইন্টারনেটও ব্যবহার করা যায়। তবে সব সময় নয়, আশপাশের বাতাসের দূষণ নির্দিষ্ট সীমার মধ্যে থাকলেই কেবল ইন্টারনেট ব্যবহার করা যাবে। নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরের বাতাসের দূষণ রোধে সবাইকে উৎসাহিত করতে এ হটস্পট বসানো হয়েছে।
×