ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রাইম ব্যাংক দাবা

প্রকাশিত: ০৫:৫৬, ২২ জুলাই ২০১৬

প্রাইম ব্যাংক দাবা

জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ ‘প্রাইম ব্যাংক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’র উনবিংশ আসরে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৯ পয়েন্ট লাভ করেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী রানারআপ হন। সাত পয়েন্ট করে ৫ দাবাড়ু টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর শরীফ হোসেন তৃতীয়, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল চতুর্থ, বাংলাদেশ নৌবাহিনীর এসএম স্মরণ পঞ্চম, সোনারগাঁও চেস ক্লাবের শরীয়ত উল্লাহ ষষ্ঠ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাসুম হোসেন সপ্তম স্থান লাভ করেন। বৃহস্পতিবার খেলা শেষে সাবেক রাষ্ট্রদূত এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সভাপতি মোহাম্মদ জমির প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম। শেষ রাউন্ডের খেলায় জিয়া শরীফকে, শাকিল রাশেদুলকে, মাসুম সিয়ামকে, শরীয়ত উতেনকে, স্মরণ মিঠুকে, দেলোয়ার ফিরোজকে, শফিক শিপলুকে হারান। সোহেল ইমনের সঙ্গে ড্র করেন। এ প্রতিযোগিতায় ১৩৯ দাবাড়ু অংশগ্রহণ করেন। বোনেটের বিকল্প কি পিটার? জাতীয় হকি দলের কোচ স্পোর্টস রিপোর্টার ॥ নিরাপত্তা ইস্যুতে ডাচ্ কোচ জাইলস বোনেটের বাংলাদেশে না আসার সিদ্ধান্তে বিকল্প ভাবতে শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এর মধ্যে জাতীয় দলের সাবেক জার্মান কোচ ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতাসম্পন্ন পিটার গেরহার্ডের নামই শোনা যাচ্ছে সবচেয়ে বেশি। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হয়েছে। বাহফের দেয়া নিরাপত্তার আশ্বাসকে পায়ে ঠেলে হাইপ্রোফাইল কোচ জাইলস বোনেট কথা দিয়েও আসছেন না। বাংলাদেশে আসবেন না জানিয়ে তার পাঠানো ই-বার্তার কারণেই তাই বিকল্প ভাবতেই হচ্ছে ফেডারেশনকে। আর সে তালিকায় ওপরের দিকেই থাকবেন গেরহার্ড পিটার। সদ্যসমাপ্ত প্রিমিয়ার হকি লীগে ঢাকা মেরিনার ইয়াংসকে তাদের ক্লাব ইতিহাসের প্রথম শিরোপা জেতানোর তরতাজা রেকর্ডটাই নীতি-নির্ধারকদের গ্রেড শিটে তাকে রাখছে এগিয়ে। এর আগে ২০০৯ সালে জাতীয় দলের কোচিং পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে পরের বছর সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশকে তাম্রপদক জেতানোর অভিজ্ঞতাও আছে এই জার্মান কোচের। তবে বাহফের সবুজ সঙ্কেত পেতে অপেক্ষা করতে হবে পরবর্তী সভা পর্যন্ত। স্বভাবতই জাতীয় দলের অনেক খেলোয়াড়ের কাছেই পিটার পরিচিত মুখ। তাই বোনেটের বিকল্প হিসেবে সাবেক এই গুরুকেই ক্যাম্পে পেতে আগ্রহী তারা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ৭ বছর আগে পিটারের সহকারী হিসেবে কাজ করা জামাল হায়দারও মনে করেন শেষপর্যন্ত জার্মান কোচেরই শরণাপন্ন হবে ফেডারেশন। আগামী নবেম্বরে হংকংয়ে জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে কোচ নিয়োগে কালক্ষেপণ করতে চায় না বাহফে। কেননা, সেপ্টেম্বরে এএইচএফ অনুর্ধ ১৮ এশিয়ান কাপ আর আগামী বছর মার্চে বিশ্ব হকি লীগের দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক হিসেবে নিরাপত্তাসহ নানা ইস্যুতে ঝক্কি-ঝামেলা পোহাতে হবে তাদের। সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন হকির অন্যান্য সমস্যা দূরীকরণে তৎপর হন। হকিতে সবচেয়ে বড় সমস্যা ছিল জাতীয় দলের ভাল কোন বিদেশী কোচ না থাকা এবং কোচের বেতন পরিশোধে অক্ষমতা। পাপন প্রতিশ্রুতি দেন তিনিই বাংলাদেশ হকি ফেডারেশনের নিয়োগপ্রাপ্ত কোচের মাসিক বেতনের খরচ বহন করবেন বিসিবির পক্ষ থেকে। এজন্য তিনি প্রতি মাসে ফেডারেশনকে ১৫ হাজার ডলার করে দেবেন। পাপন জানিয়েছিলেন, ‘আমার পরিকল্পনা হচ্ছে কোচের বেতন দেয়ার বিষয়টি যেন দীর্ঘমেয়াদী হয়। আমি চাই এই প্রক্রিয়াটা যেন কমপক্ষে তিন বছর মেয়াদী হয়।’ হারে শুরু গার্ডিওলার ম্যানসিটি মিশন স্পোর্টস রিপোর্টার ॥ নিয়তির পরিহাস বুঝি এমনই। গত মৌসুমেও বেয়ার্ন মিউনিখের কোচ ছিলেন পেপ গার্ডিওলা। এবার যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ ক্লাবটির হয়ে নতুন মিশন শুরুতেই হারের স্বাদ পেয়েছেন তারকা কোচ গার্ডিওলা। অবাক করা বিষয়, সাবেক ক্লাব বেয়ার্ন মিউনিখের কাছেই হেরেছে গার্ডিওলার নতুন ক্লাব ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচে ১-০ গোলে জয় পায় স্বাগতিক বেয়ার্ন। প্রথমার্ধে ে কোন গোল না হয়নি। বিরতির পর বাভারিয়ানদের হয়ে ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেন এরডাল ওজটুরক। ফলে সিটির হয়ে হারে মিশন শুরু হলো গার্ডিওলার। আর বেয়ার্নের হয়ে জয় দিয়ে যাত্রা শুরু হলো নতুন কোচ কার্লো আনচেলোত্তির। মিউনিখের দর্শকদের কাছে পরিচিত মুখ গার্ডিওলা। ৬৮ হাজার দর্শক পরশু রাতেও এসেছিল মাঠে। তবে এবার সবার অবস্থান ছিল গার্ডিওলার বিপক্ষে। সেই প্রতিরোধ ডিঙিয়ে আর জয়ের দেখা পাননি সাবেক বার্সিলোনা কোচ। ম্যাচে দু’দলেই অনেক তারকা ফুটবলার খেলেননি।
×