ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের নতুন কোচ এ্যালারডাইস

প্রকাশিত: ০৫:৫৫, ২২ জুলাই ২০১৬

ইংল্যান্ডের নতুন কোচ এ্যালারডাইস

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে রয় হডসনের শূন্যস্থান পূরণ করতে চলেছে ইংল্যান্ড। ইউরো চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পর হডসন নিজেই সরে দাঁড়ান ইংল্যান্ডের কোচ পদ থেকে। সেই থেকে ফাঁকা ছিল ফুটবলের জনকদের কোচ পদ। তবে এই পদে নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সান্ডারল্যান্ডের কোচ সাম এ্যালারডাইস। ৬১ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডারের ইংল্যান্ডের কোচ হওয়া অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম। বিষয়টি বুঝতে পেরে নতুন কোচকে আগাম অভিনন্দন জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ জোশে মরিনহো। এ্যালারডাইস চূড়ান্ত নিয়োগ পেলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে দলকে নতুনভাবে পুনর্গঠন করাই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমানে ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের দায়িত্বে থাকা এ্যালারডাইস ইংল্যান্ডের কোচ হতে পারেন বলে গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত সেটাই চূড়ান্ত হতে যাচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ্যালারডাইসের নাম ঘোষণার এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। এ প্রতিবেদন পাঠকদের কাছে পৌঁছানোর আগেও চূড়ান্ত নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। সম্প্রতি শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ফেটারিট হলেও শেষ ষোলোয় অঘটনের শিকার হয়। প্রথমবারের মতো বড় কোন আসরে খেলতে আসা আইসল্যান্ডের কাছে হেরে ছিটকে পড়েন ওয়েন রুনি-জিমি ভার্ডিরা। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রয় হডসন। এরপর থেকে নতুন কোচের সন্ধানে ছিল ইংল্যান্ড ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ)। ওয়েস্টহ্যাম ইউনাইটেড, নিউক্যাসল ইউনাইটেড ও বোল্টনের সাবেক কোচ এ্যালারডাইস গত সপ্তাহে এফএ-র সঙ্গে কথাও বলেন। হাল সিটির বর্তমান কোচ স্টিভ ব্রুসের নামও আলোচনায় ছিল, তবে শেষ পর্যন্ত ৬১ বছর বয়সী সাবেক ডিফেন্ডার এ্যালারডাইসকেই বেছে নিচ্ছে ইংল্যান্ড।
×