ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাসেক্সেও মুস্তাফিজের জার্সি নম্বর ‘৯০’

প্রকাশিত: ০৫:৫৫, ২২ জুলাই ২০১৬

সাসেক্সেও মুস্তাফিজের জার্সি নম্বর ‘৯০’

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ‘৯০’ নম্বর জার্সিতে খেলতে নেমেছিলেন বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। তার সাফল্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। এবার কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে যে খেলছেন মুস্তাফিজ, সেখানে তার জার্সি নাম্বার ‘৯০’। সাসেক্সের হয়ে খেলতে বুধবার সকালে বাংলাদেশ বিমানে চড়ে রওনা দেন মুস্তাফিজুর রহমান। প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে ইংল্যান্ডে পৌঁছেছেন ‘কাটার-মাস্টার’। সেখানে পৌঁছেই সাসেক্সের হয়ে মাঠে নামতে প্রস্তুত টাইগার পেসার মুস্তাফিজ। সেখানে দলের সঙ্গেও যোগ দিয়েছেন। এর আগে আইপিএল-এ ৯০ নম্বর জার্সি পরে মাতিয়েছিলেন ‘দ্য ফিজ।’ ইংল্যান্ডেও সেই ৯০ নম্বর জার্সিই পেলেন। এ ৯০ নম্বর জার্সি পরে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে খেলবেন মুস্তাফিজ। নিজের ব্যক্তিগত লকারও বুঝে পেয়েছেন। বুধবার ইংল্যান্ডে পৌঁছে খানিক বিশ্রাম পেয়েছেন। তবে বিশ্রামের খুব একটা সময় পাননি দ্য ফিজ। বৃহস্পতিবার রাত ১২টা বাজেই যে চেমসফোর্ডে এসেক্সের বিপক্ষে টি২০তে সাসেক্সের হয়ে অভিষেক হওয়ার কথা এই বাঁহাতি পেসারের। এর আগে সাসেক্স জানিয়েছে, রয়াল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে বাকি ম্যাচগুলোয় মুস্তাফিজকে তারা পাচ্ছে। তার মানে ওয়ানডে ও টি২০ মিলে মুস্তাফিজের সামনে থাকছে সাত ম্যাচ খেলার সুযোগ। সাসেক্স নকআউট পর্বে গেলে বাড়বে ম্যাচের সংখ্যা। আইপিএল থেকে দেশে ফিরেই কাউন্টি খেলতে যাওয়ার কথা ছিল মুস্তাফিজের। ইনজুরির কারণে যাওয়া হয়ে ওঠেনি তার। বিসিবির অধীনে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় এ পেসারের। এরপর ইনজুরি থেকে সেরে ওঠার পর ঈদের ছুটি কাটিয়ে ১৩ জুলাই ইংল্যান্ড যাওয়ার কথা ছিল তার। কিন্তু অনাকাক্সিক্ষত ভিসা বিড়ম্বনায় পড়ে ওই সময় যেতে পারেননি তিনি। বুধবার গেছেন। জার্সি ও লকারও পেয়ে গেছেন মুস্তাফিজ। দেশ ছাড়ার আগে মুস্তাফিজ বলেছিলেন, ‘শুধু ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংই নয়, একজন ভাল খেলোয়াড়কে অনেক কিছু জানতে হয়। চেষ্টা করব সেগুলো শিখে নিতে। সবাই আমার জন্য দোয়া করবেন।’ আইপিএল মাতিয়েছেন মুস্তাফিজ। দেশের সুনাম বাড়িয়েছেন। প্রথমবার আইপিএলে খেলেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদও পেয়েছেন। ১৬ ম্যাচ খেলে ৬.৯০ ইকোনমি রেটে ১৭ উইকেটও নিয়েছেন। হয়েছেন নবম আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ও। যতটুকুই খেলার সুযোগ পান, কাউন্টিতেও এমন কিছুই দেখাবেন মুস্তাফিজ, সেই আশা সবার। ভ্রমণ ক্লান্তি শেষেই মাঠে নেমে পড়া। এরপর আবার দক্ষিণ এশিয়ার কন্ডিশন নয়। মুস্তাফিজ কী পারবেন নৈপুণ্যের ধারাবাহিকতা বজায় রাখতে?
×