ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্পেনের ফুটবল কোচ লোপেটেগুই

প্রকাশিত: ০৫:৫৫, ২২ জুলাই ২০১৬

স্পেনের ফুটবল কোচ  লোপেটেগুই

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জুলেন লোপেটেগুইকে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। লোপেটেগুই স্পেনের সাবেক গোলরক্ষক। দীর্ঘদিন ধরে স্পেনের কোচের দায়িত্ব পালন করা ভিসেন্টে ডেল বস্কের স্থলাভিষিক্ত হলেন তিনি। ২০০৮ সালে ডেল বস্ক স্পেনের জাতীয় দলের দায়িত্ব নেন। ২০১০ সালে তার হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ২০০৮ সালে ৪৪ বছর পর ইউরো জয় করে স্প্যানিশরা। এরপর ২০১২ সালে ইউরো ট্রফি ধরে রেখে ইতিহাস গড়ে স্পেন। কিন্তু ২০১৬ সালের ইউরোতে স্পেন মুকুট হারায়। এর আগে ২০১৪ সালে বিশ্বকাপের ট্রফিও হাতছাড়া হয়। ফলে এবারের ইউরো শেষে সরে দাঁড়ান ডেল বস্ক। তখন থেকেই নতুন কোচের সন্ধানে ছিল স্পেন। অবশেষে ৪৯ বছর বয়সী লোপেটেগুইকে বেছে নিয়েছে স্পেন। তিনি ২০১৪ সাল থেকে পর্তুগীজ ক্লাব পোর্তোর কোচের দায়িত্ব পালন করে আসছিলেন।
×