ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের আপীল খারিজ, শঙ্কায় দেশটির আড়ই শতাধিক ক্রীড়াবিদ, ইসিনবায়েভার ক্ষোভ

নিষিদ্ধের খ—গ, রাশিয়ার ভাগ্য নির্ধারণ রবিবার

প্রকাশিত: ০৫:৫৫, ২২ জুলাই ২০১৬

নিষিদ্ধের খ—গ, রাশিয়ার ভাগ্য নির্ধারণ রবিবার

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিক শুরু হতে আর মাত্র ১৪ দিন বাকি। তবে এবারের গ্রীষ্মকালীন অলিম্পিকে রাশিয়া অংশ নিতে পারবে কিনা সেটা এখন দোলাচালে। রবিবার সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষ সম্মেলন আহ্বান করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডার ডোপবিরোধী সংস্থার তদন্ত প্রতিবেদন বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ডব্লিউএডিএ-ওয়াডা) কাছে দেয়ার পরই আলোড়ন সৃষ্টি হয়। ওই প্রতিবেদনে কানাডীয় আইনজীবী রিচার্ড ম্যাকলারেন দাবি করেন ২০১৪ সোচি শীতকালীন অলিম্পিক ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশিয়ার ক্রীড়াবিদরা ব্যাপক হারে নিষিদ্ধ ড্রাগ ব্যবহার করেছেন। তাই তিনি এবং ওয়াডা আসন্ন অলিম্পিক থেকে পুরো রাশিয়াকেই বহিষ্কারের আবেদন জানান। এর আগেই অলিম্পিক থেকে দেশটির ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটরা নিষিদ্ধ হন। ওই নিষেধাজ্ঞার বিপক্ষে ক্রীড়া সালিশ নিষ্পত্তি আদালতে (সিএএস) আপীল করেছিল ৬৮ রাশিয়ান এ্যাথলেট। সেটাও খারিজ করে নিষেধাজ্ঞা বহাল রেখেছে সিএএস। তাই দারুণ ক্ষোভ প্রকাশ করেছেন পোল ভল্টার ইয়েলিনা ইসিনবায়েভা। অলিম্পিকে নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। এখন পর্যন্ত ডোপ কলঙ্কের জন্য কোন একটি পুরো দেশকেই বহিষ্কার করা হয়নি গেমস থেকে। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্পষ্ট হয়ে উঠেছে যে রাশিয়ার সব ক্রীড়াবিদই এবার রিও ডি জেনিরো অলিম্পিকে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হতে চলেছেন। গত সোমবার ম্যাকলারেনের রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে তিনি রাশিয়ান ক্রীড়াবিদদের মধ্যে অবৈধ ড্রাগ গ্রহণের ভয়াল পরিস্থিতিটা তুলে ধরেছেন। আর এ ব্যাপকতার পেছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কিছু প্রমাণাদি ও তথ্যও পেশ করেন তিনি। ম্যাকলারেন তার রিপোর্টে আহ্বান করেন রাশিয়াকে এবারের অলিম্পিক আসর থেকে বহিষ্কারের। সেটা পর্যালোচনার পর ওয়াডাও একই দাবি করে আইওসির কাছে। গত মঙ্গলবারই রাশিয়ার রিও অলিম্পিক ভাগ্য নির্ধারিত হয়ে যেত। সেদিন জরুরী মিটিংয়েও বসে সংস্থাটি। কিন্তু আইনী জটিলতার বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখার জন্যই আপাতত সিদ্ধান্ত জানায়নি তারা। তবে এখন কিছুটা সুবিধাই হবে আইওসির জন্য। কারণ সিএএস রাশিয়ান ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটদের আপীল খারিজ করে দিয়ে এবার রিও অলিম্পিকে অংশগ্রহণের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ৬৮ এ্যাথলেট ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করেছিলেন সিএএসের কাছে। সেটা বহাল থাকায় ট্র্যাক এ্যান্ড ফিল্ডের অনেক কিংবদন্তি এ্যাথলেটই বঞ্চিত হবেন রিও অলিম্পিকে অংশ নেয়া থেকে। সিএএসের এমন সিদ্ধান্তে দারুণ হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসিনবায়েভা। গত অলিম্পিক পোল ভল্টে স্বর্ণজয়ী এ রাশিয়ান তারকা বলেন, ‘অনেক ধন্যবাদ সবাইকে এ্যাথলেটিক্সের শেষকৃত্য করায়! বিশ্রী একটি রাজনৈতিক নির্দেশনা ছাড়া কিছুই নয় এটা!’ শুধু ইসিন নয়, এ্যাথলেটিক্সের জন্য বিশ্বের অন্যতম আকর্ষণ ২৫ বছর বয়সী বিশ্ব হার্ডলস চ্যাম্পিয়ন সের্গেই শুবেনকভ, ২৩ বছর বয়সী হাই জাম্প বিশ্বচ্যাম্পিয়ন মারিয়া কুচিনাসহ অনেক বড় তারকাই রিও অলিম্পিকে আর অংশ নিতে পারবেন না। শুধু তাই নয় পুরো রাশিয়াই এখন রিও অলিম্পিক থেকে বহিষ্কারের মুখে। রবিবার দেশটির অলিম্পিক অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আইওসি বিশেষ সম্মেলন আহ্বান করেছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘রবিবার আইওসি প্রেসিডেন্ট থমাস বাখের নেতৃত্বে সম্মেলন ডাকা হয়েছে। আমরা এর আগেই সিএএসের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ রিপোর্ট বিশ্লেষণ ও পর্যালোচনা করব। এরপর রবিবার সিদ্ধান্ত নেয়া হবে।’
×