ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সর্বকালের সবচেয়ে দামী ফুটবলার পোগবা!

প্রকাশিত: ০৫:৫৪, ২২ জুলাই ২০১৬

সর্বকালের সবচেয়ে দামী ফুটবলার পোগবা!

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলে প্রতিভাবান ফুটবলারদের মধ্যে অন্যতম শীর্ষ নাম পল পোগবা। ফ্রান্সের এই তরুণ মিডফিল্ডার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ও কিছুদিন আগে শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে নিজের জাত চেনান। বিশ্বকাপে জয় করেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। ২৩ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে খেলে থাকেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। ইতালিয়ান চ্যাম্পিয়ানরা তার পারফর্মেন্সে রীতিমতো মুগ্ধ। যে কারণে পোগবাকে কেউ পেতে চাইলেও সেটা সম্ভব হবে না বলে একাধিকবার জানিয়েছে ক্লাবটি। অবিশ্বাস্য মূল্য হাঁকালেও তাকে ছাড়বে না সিরি এ’র চ্যাম্পিয়নরা। জুভেন্টাসের পরিচালক বেপ্পে মারোট্টা বছরখানেক আগে জানিয়েছিলেন, পোগবাকে কেউ কিনতে চাইলে ১০০ মিলিয়ন ইউরোও যথেষ্ট নয়। ২০১৪-১৫ মৌসুম শেষে ফ্রান্স জাতীয় দলের এ তারকাকে দলে ভেড়াতে ইউরোপিয়ান শীর্ষ ক্লাবগুলো উঠে পড়ে লেগেছিল। বিশেষ করে পোগবার দিকে বার্সিলোনার দৃষ্টি ছিল সবচেয়ে বেশি। তবে ৮০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেও কাতালানরা তাকে দলে ভেড়াতে পারেনি। তবে এবার আর বোধ হয় পোগবাকে ধরে রাখতে পারছে না জুভেন্টাস। তাকে পেতে রীতিমতো আদাজল খেয়ে লেগেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের নতুন কোচ জোশে মরিনহোর আগ্রহের কারণেই ফরাসী তারকা ওল্ডট্রাফোর্ডে আসছে বলে ব্রিটিশ মিডিয়ায় জোর গুঞ্জন। এক্ষেত্রে যা পারিশ্রমিক পেতে চলেছেন তাতে নাকি পোগবা সর্বকালের সবচেয়ে দামী ফুটবলার বনে যাবেন। তবে পোগবার এজেন্ট বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ম্যানইউর সঙ্গে কোনো চুক্তি হয়নি। মজার সাদৃশ্য হচ্ছে, ২০১২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন পোগবা। ফরাসী এই মিডফিল্ডার যে তিন-চার বছরের মধ্যেই সেরাদের কাতারে চলে আসবেন, তা হয়তো তখন কল্পনাও করতে পারেননি ম্যানইউর কর্তাব্যক্তিরা। এখন সেই পোগবাকে আবার ওল্ডট্রাফোর্ডে ফিরিয়ে আনার জন্য ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়তে হচ্ছে ম্যানইউকে। ইংল্যান্ডের সংবাদমাধ্যম জানাচ্ছে, পোগবাকে পাওয়ার জন্য ম্যানইউকে খরচ করতে হবে ১০০ মিলিয়ন পাউন্ড। এর বেশি করতেও নাকি আপত্তি নেই! ২০০০ সাল থেকে ট্রান্সফার ফির সব নতুন রেকর্ডই গড়েছিল রিয়াল মাদ্রিদ। বিপুল পরিমাণ অর্থ খরচ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা একে একে দলে ভিড়িয়েছিল লুইস ফিগো, জিনেদিন জিদান, কাকা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেলদের মতো তারকাদের। এবার হয় তো ইউরোপিয়ান ট্রান্সফার ফির নতুন রেকর্ডের পাশে লেখা হবে পোগবা ও ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। পোগবাকে কিনতে ১১০ মিলিয়ন ইউরো খরচ হলেও রাজি ইউনাইটেড। আর তা হলে দল বদলের বাজারের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার নতুন রেকর্ড গড়বেন ফরাসী তারকা। ১০০ মিলিয়ন ইউরো (৮৬ মিলিয়ান পাউন্ড) খরচ করে গ্যারেথ বেলকে টটেনহ্যাম থেকে কিনেছিল রিয়াল। সেটাই এখনকার বিশ্ব রেকর্ড। পোগবাকে পেতে ম্যানইউ শুরুতে খরচ করতে চেয়েছিল ৮৬ মিলিয়ন পাউন্ড। এতেই হয়ে যেত ট্রান্সফার ফির নতুন রেকর্ড। ২০১৩ সালে টটেনহাম থেকে গ্যারেথ বেলকে দলে ভেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদ খরচ করেছিল ৮৬ মিলিয়ন পাউন্ড। কিন্তু ম্যানইউর সেই প্রস্তাবে রাজি হয়নি জুভেন্টাস। বুধবার পোগবার এজেন্টের সঙ্গে দেখা করে ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছেন ম্যানইউর নির্বাহী সহ-সভাপতি এড উডওয়ার্ড। চুক্তি সম্পন্ন হলে পোগবার সাপ্তাহিক বেতন হবে দুই লাখ ২০ হাজার পাউন্ড। জুভেন্টাস এই প্রস্তাবে রাজি হয়ে যেতে পারে বলেই ধারণা করছে ইংল্যান্ডের গণমাধ্যম। ২০১১ সালে ম্যানইউ দিয়েই পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন পোগবা। তার আগে দুই বছর ছিলেন ম্যানইউর যুব একাডেমিতে। ২০১২ সালে বলতে গেলে কোন কারণ ছাড়াই ইউনাইটেড ছেড়ে গিয়েছিলেন ২৩ বছর বয়সী এই ফুটবল তারকা। ক্লাবের প্রতি কোন সম্মানবোধ নেই বলে তৎকালীন কোচ এ্যালেক্স ফার্গুসন তাকে ক্লাব থেকে ছেটে ফেলেছিলেন। এখন সেই পোগবাই ম্যানইউর আলোচনার কেন্দ্রবিন্দুতে। বলতে গেলে তার অসাধারণ নৈপুণ্যে ভর করে সদ্যসমাপ্ত ইউরোর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল স্বাগতিক ফ্রান্স। কিন্তু রোনাল্ডোর পর্তুগালের কাছে ১-০ গোলে হার মানে ফরাসীরা। এখন ফার্গুসন পরবর্তী যুগে পোগবাকে ফিরে পেতেই কাড়ি কাড়ি টাকা ব্যয়ের উদ্যোগ নিয়েছে ম্যানইউ। এখন দেখার শেষ পর্যন্ত বিশ্বরেকর্ড হয় কিনা।
×