ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইনজুরি কাটিয়ে প্রস্তুত গতিদানব বোল্ট

প্রকাশিত: ০৫:৫৪, ২২ জুলাই ২০১৬

ইনজুরি কাটিয়ে প্রস্তুত গতিদানব বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জ্যামাইকান ট্রায়াল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন উসাইন বোল্ট। তবে বর্তমানে ফিট এই জ্যামাইন স্প্রিন্টার। তার বড় পরীক্ষাটা আজই হয়ে যাবে। কেননা ২০০ মিটারে যে প্রথমবারের মতো ট্র্যাকে নামতে যাচ্ছেন ছয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন। এ বিষয়ে বৃহস্পতিবার লন্ডনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ভাল আছি। খুবই ভাল অনুভব করছি এবং ভালভাবেই অণুশীলন করছি। এই মুহূর্তে আমার যেমন অবস্থা তাতে খুবই ভাল আছি। আমার হ্যামস্ট্রিংও ভাল। প্রকৃতপক্ষে এই মুুহূর্তে আমার কোন সমস্যা নেই। আমি জানি যে, আমি খুব ভাল অবস্থানেই আছি।’ রিও অলিম্পিকের আগে চোটের কারণে সংশয়ে ছিলেন উসাইন বোল্ট। তবে সব ধরনের শঙ্কা উড়িয়ে দেন জ্যামাইকান কিংবদন্তি। সেই সঙ্গে জানিয়ে দেন এটাই হবে তার শেষ অলিম্পিক, ‘আমি নিশ্চিত রিও তে যাচ্ছি। সত্যি কথা বলতে সেখানে যেতে যেন কিছুতেই তর সইছে না আমার। এটাই আমার ক্যারিয়ারের শেষ অলিম্পিক, নিঃসন্দেহেই আমার জন্য অনেক বড়। এখানেই ইতিহাস তৈরি হবে। সমগ্র বিশ্বকেই আমার পারফর্মেন্স উপহার দিতে আমি খুবই রোমাঞ্চিত।’ বেজিং ও লন্ডন অলিম্পিকে ১০০, ২০০ মিটারের পাশাপাশি রিলেতেও স্বর্ণ জিতেছিলেন বোল্ট। তাই রিও অলিম্পিকেও স্বর্ণ গলায় পরে ট্রিপল ট্রিপলের রেকর্ড গড়তে চান তিনি। এ প্রসঙ্গে এর আগে এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ‘বেজিং ও লন্ডন অলিম্পিকে স্বর্ণ জিতেছিলাম। এমনকি রিলেতেও স্বর্ণ জিতেছিলাম। রিও’তেও সব ইভেন্টে স্বর্ণ জিততে চাই। তা করতে পারলে ট্রেবল জয় করা হবে। ট্রেবল জয়ই আমার প্রধান লক্ষ্য। আমার মনোযোগটাই সেখানে।’ শুধু ট্রেবল জয়ই নয়, নিজের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ডও গড়তে চান ২৯ বছর বয়সী এই জ্যামাইকান। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে বার্ডস নেস্টে ২০০ মিটারে রেকর্ড ১৯.৩০ সেকেন্ড করেছিলেন তিনি। আর রিও’তে নিজের করা ওই রেকর্ড ভেঙ্গে ফেলতে চান বোল্ট। ১৯ সেকেন্ডের নিচে নতুন টাইমিং করার কথাও জানান বোল্ট, ‘শুধু ট্রেবলই নয়। নতুন রেকর্ডও গড়তে চাই। ১৯ সেকেন্ডের নিচে টাইমিংটা রাখতে চাই। আশা করছি, সবকিছু ঠিক থাকলে আমি তা করতে পারব।’ গত দুটি অলিম্পিকে এককভাবে উসাইন বোল্ট রাজত্ব করলেও এবার জ্যামাইকান কিংবদন্তির সামনে বড় প্রতিপক্ষ জাস্টিন গ্যাটলিন। তবে তাতে মোটেও ভীত নন বোল্ট। বরং রীতিমতো হুমকিই দিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা বলার অপেক্ষা রাখে না যে আমি প্রতিপক্ষ হিসেবে কঠিন। এই মুহূর্তে আমি খুব ভাল আকৃতিতেই আছি। তাই প্রতিযোগিতার শেষ সেকেন্ড পর্যন্ত আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব।’ তবে বেজিং ও লন্ডন অলিম্পিকে আলো ছড়ানো উসাইন বোল্ট এবার রিওতে কী পারবেন জ্বলে উঠতে? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×