ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরিবার পরিকল্পনা

চতুর্থবার মিডিয়া এ্যাওয়ার্ড পেলেন জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল মানখিন

প্রকাশিত: ০৫:৪০, ২২ জুলাই ২০১৬

চতুর্থবার মিডিয়া এ্যাওয়ার্ড পেলেন জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল মানখিন

স্টাফ রিপোর্টার ॥ চতুর্থবারের মতো জাতীয় পরিবার পরিকল্পনা মিডিয়া এ্যাওয়ার্ড পেলেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল মানখিন। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের প্রিন্ট মিডিয়ার জাতীয় ক্যাটাগরিতে অনুসন্ধানী প্রতিবেদন লেখায় তাকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথ উদ্যোগে এ এ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করে। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও রেডিও মিডিয়ার জাতীয় ক্যাটাগরিতে আরও ৫ জন এবং আঞ্চলিক ক্যাটাগরিতে ৩ জন সাংবাদিক এ এ্যাওয়ার্ডে ভূষিত হন। জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি। এ্যাওয়ার্ডপ্রাপ্ত অন্য সাংবাদিকরা হলেন- প্রিণ্ট মিডিয়ার জাতীয় ক্যাটাগরিতে দৈনিক যুগান্তরের সাব-এডিটর রীতা ভৌমিক ও আঞ্চলিক ক্যাটাগরিতে দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি (পটুয়াখালী) মোঃ সাইফুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়ায় (টিভি প্রোগ্রাম) এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহা, মাছরাঙ্গা টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক এএম আরিফুর রহমান, ইলেকট্রনিক মিডিয়ায় (রেডিও) কুড়িগ্রামের রেডিও চিলমারীর প্রযোজক মোঃ কামরুল হাসান পলাশ, সহকারী স্টেশন ম্যানেজার আলিফা খাতুন। এছাড়া জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠকর্মী হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার পরিবার কল্যাণ সহকারী হামিদা আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে এ্যাওয়ার্ড পেয়েছেন নওগাঁর মান্দা উপজেলার নাহিদ সুলতানা। শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড পেয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ক্যাটাগরিতে নওগাঁ জেলার মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ উপজেলা ক্যাটাগরিতে নড়াইল সদর উপজেলা, শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র ক্যাটাগরিতে এ্যাওয়ার্ড পেয়েছে গাইবান্ধা সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা ক্যাটাগরিতে খুলনা সদরের সিবিডি পরিবার কল্যাণ সমিতি এবং ক্লিনিক ভিত্তিতে চট্টগ্রাম জেলার ডবলমুরিং উপজেলার মমতা ক্লিনিক।
×