ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় কিংবদন্তি অভিনেত্রীর জীবনীভিত্তিক ‘বিনোদিনী’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৫:৪০, ২২ জুলাই ২০১৬

শিল্পকলায় কিংবদন্তি অভিনেত্রীর জীবনীভিত্তিক ‘বিনোদিনী’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ কিংবদন্তি এক অভিনেত্রী বিনোদিনী দাসী। তবে সহজ ছিল না তার শিল্প জীবনে আবির্ভাবের ঘটনাটি। কলকাতার এক বারবণিতার পরিবারে জন্ম নেয়া এই নারীকে ঠেলে দেয়া হয় পতিতাবৃত্তির পথে। সব প্রতিবন্ধকতা পেরিয়ে সে জীবন প্রত্যাখ্যান করে মঞ্চে অভিনয় শুরু করেন বিনোদিনী। অভিনয়শিল্পের সহজাত প্রতিভার স্ফুরণে তিনিই একদিন হয়ে ওঠেন মঞ্চের মধ্যমণি। ৮০টি নাটকে অভিনয় করেছিলেন ৯০টি চরিত্রে। ঊনবিংশ শতকের শেষভাগে বাংলা নাটকের ইতিহাস হয়ে ওঠে বিনোদিনীময়। তাঁর সংগ্রামী অভিনয় জীবনের সেই আখ্যান নিয়ে নির্মিত ঢাকা থিয়েটারের ৩১তম প্রযোজনা বিনোদিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হলো নাকটির ১২১তম মঞ্চায়ন। প্রযোজনাটিতে বিনোদিনীর চরিত্রে একক অভিনয় করেছেন শিমুল ইউসুফ। বিনোদিনীর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার কথা’ ও ‘আমার অভিনয় জীবন’ এই দুই বইয়ের আলোকে বিনোদিনী নাটকের নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। ১৮৭৪ সালে বিনোদিনী ১২ বছর বয়সে প্রথম মঞ্চে ওঠেন গ্রেট ন্যাশনাল থিয়েটার ‘শত্রু সংহার’ নাটকের মাধ্যমে। নাটকটিতে তিনি ধ্রুপদীর সখীর ভূমিকায় অভিনয় করেন। ১৮৮৬ সাল পর্যন্ত গ্রেট ন্যাশনাল, বেঙ্গল, ন্যাশনাল ও স্টার থিয়েটারে বিপুলভাবে দর্শক সমাদৃত বিভিন্ন নাটকের প্রধান নারী চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন বিনোদিনী। মাত্র কয়েক বছরের মধ্যেই নিজেকে নিয়ে যান অভিনয়শিল্পের অনন্য উচ্চতায়। বিনোদিনী দাসীর সেই শিল্পী জীবন নিয়েই আবর্তিত হয়েছে নাটকের মূল কাহিনী। কিংবদন্তি বিনোদিনীকে নাচে-গানে, হাসি-কান্নাসহ গোটা জীবনচিত্র অপূর্ব কুশলতায় মঞ্চে মেলে ধরেছেন শিমুল ইউসুফ বিনোদিনীর চরিত্র ছাড়াও আরও ৩২ চরিত্র একাই ফুটিয়ে তুলেছেন এই কুশলী অভিনেত্রী। কামাল উদ্দীনের মঞ্চসজ্জায় প্রযোজনাটির আলোক করেছেন ইসরাত নিশাত। চারুকলার বকুলতলায় আজ বর্ষা উৎসব ॥ ষড়ঋতুর পরিক্রমায় এখন চলছে রূপময় ঋতু বর্ষা। মনকে স্নিগ্ধ করা এই ঋতুর বন্দনা করা হবে আজ। দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বর্ষা উৎসবের আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। উৎসব শুরু হবে সকাল ৭টায় শিল্পী এইচএম রতনের মেঘমল্লার রাগ পরিবেশনের মাধ্যমে। দলীয় নৃত্য পরিবেশন করেন স্পন্দন, নৃত্যম, নৃত্যজন, নটরাজ, সুরবিহার ও আদিবাসী সংগঠন গারো কালচারাল একাডেমি। সম্মেলক সঙ্গীত পরিবেশন করেন করবে সুর বিহার, বহ্নিশিখা, সুর সপ্তক, ওস্তাদ মোমতাজ আলী খান সঙ্গীত একাডেমি ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। একক কণ্ঠে গান শোনাবেন ফেরদৌস আরা, মহিউজ্জামান চৌধুরী ময়না, প্রিয়াঙ্কা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রি, অনিমা রায়, আবু বকর সিদ্দিক ও বিমান চন্দ্র বিশ্বাস। একক আবৃত্তি পরিবেশন করবেন নায়লা তারাননুম চৌধুরী কাকলি, মোঃ আহ্্কাম উল্লাহ ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভের প্রদর্শনীসূচী ॥ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এশিয়ার ১৯ দেশের ৫৬ চলচ্চিত্রকারের ৬৫ চলচ্চিত্র নিয়ে চলছে ১৭ সপ্তাহের ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’। রেট্রোস্পেক্টিভ শুরু হয়েছে ১৬ জুলাই। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছেন এ মাসের প্রদর্শনীসূচী। প্রতিদিন বেলা ৩টায় শিল্পকলা একাডেমির ডিজিটাল আর্কাইভে এ প্রদর্শনী হবে। আজ শিল্পকলার ডিজিটাল আর্কাইভ সেন্টারে বেলা ৩টায় রয়েছে চলচ্চিত্রের প্রদর্শনী। প্রদর্শিত হবে সত্যজিৎ রায় নির্মিত চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ এবং কৌশিক গাঙ্গুলি নির্মিত চলচ্চিত্র ‘অপুর পাঁচালী’। সুরবাণী সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী ॥ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, ঐতিহ্যবাহী সংগঠন সুরবাণী সংসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খ্যাতিমান, গীতিকার শিল্পী সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলা গানে লাতিন আমেজ আনল চিরকুট ॥ আমেরিকার প্রখ্যাত ব্যান্ড টোয়েন্টিফোর হোরাসের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের সঙ্গীত জগতে এক নতুন মাত্রা যোগ করেছে জনপ্রিয় ফিউশন ব্যান্ড চিরকুট। বাংলা ফিউশন গান ও ডোমিনিক রিপাবলিকের বাচাতা গানের সমন্বয়ে এক নতুন ঘরানার গান এখন রবি-ইয়ন্ডার মিউজিকে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরার সুযোগ পেলেন এদেশের শিল্পীরা। বাংলা গানকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা এ্যাপটি সঙ্গীতের দুই ভিন্ন ঘরানার দুই গুণী শিল্পীকে এক করেছে। ইতোমধ্যে ঈদ-উল-ফিতর উপলক্ষে রবি-ইয়ন্ডার মিউজিকে মুক্তি পেয়েছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গাওয়া ‘অন্তরে বাহিরে’ গানটি। বৃহস্পতিবার রবি কর্পোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গানটির একটি মিউজিক ভিডিও উদ্বোধন করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×