ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছাদ থেকে পড়ে বিদ্যুত শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৬, ২২ জুলাই ২০১৬

ছাদ থেকে পড়ে বিদ্যুত শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২১ জুলাই ॥ দামুড়হুদা উপজেলার মোক্তারপুরে জামান গ্রুপ অব ইন্ডাস্ট্রির নবনির্মিত পোল্ট্রি খামারের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে আওয়াল (৩৫) নামে এক বিদ্যুত শ্রমিকের। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আওয়াল চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকার কেদারগঞ্জের মিলনের ছেলে। খামারের নিরাপত্তাকর্মী জিয়া জানান, আওয়াল পোল্ট্রি খামারে বিদ্যুত লাইনে কাজ করছিল। হঠাৎ ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২১ জুলাই ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল বাজারের ব্যবসায়ী ফখরুদ্দিন মোঃ তারেকের (২৮) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ওই ব্যবসায়ী বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চাম্বল ইউপির পশ্চিম চাম্বল গ্রামের মাওলানা রমিজ উদ্দিনের পুত্র ফখরুদ্দিন মোঃ তারেক চাম্বল বাজারে দীর্ঘদিন কাপড়ের দোকানের ব্যবসা করে আসছিলেন। একই এলাকার নবাব আলী নামের এক চিহ্নিহ্নত সন্ত্রাসী কয়েক দিন ধরে চাঁদা দাবি করে আসছিল ওই ব্যবসায়ীর কাছে। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বৃহস্পতিবার সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। আহত তারেক গুরুতর আহত হয়ে বাঁশখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাউথ এশিয়ান ভার্সিটির বাজেট অনুমোদন ভারতের নয়াদিল্লীতে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) প্রশাসনিক কমপ্লেক্স আকবর ভবনে এই ইউনিভার্সিটির অর্থ কমিটির ৫ম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কবিতা শরমার সভাপতিত্বে সভায় এসএইউর সদস্য দেশসমূহের প্রতিনিধিত্বকারীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, যিনি ২০১৫ সালে বোর্ড মনোনীত কমিটির সম্মানিত সদস্য। সভায় ২০১৬ সালের জন্য ২৩ কোটি এবং ২০১৭ সালের জন্য ৬৪ কোটি ইন্ডিয়ান রুপীর সংশোধিত রাজস্ব বাজেট অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক ওয়াসিম আহমেদ বাজেট উত্থাপন করেন। বাজেটের সমুদয় অর্থ ভারত সরকার বহণ করে। সার্কভুক্ত সব দেশ সাউথ এশিয়ান ইউনিভার্সিটির স্পন্সর করে থাকে। -বিজ্ঞপ্তি বরিশালে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করার ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই স্কুলে চরম উত্তেজনা দেখা দিয়েছে। স্কুলের শত শত শিক্ষার্থী বখাটেদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে। জানা গেছে, ওই স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রী বুধবার বিকেলের শিফটে অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে যাবার সময় তার পিছু নেয় সেরাল গ্রামের মুজাফর মৃধার বখাটে পুত্র রনি মৃধা, দেলোয়ার মৃধার পুত্র সাকিব ও শাহাদাত মৃধার পুত্র রফিক। পথিমধ্যে বখাটেরা নাজনীনের পথরোধ করে শ্লীলতাহানি করে। ঘটনার সত্যতা স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র নাগ বলেন, প্রাথমিকভাবে বখাটেদের অভিভাবকদের কাছে বিচার দেয়া হয়েছে। তারা উপযুক্ত বিচার না করলে আগামী শনিবার স্কুলের পক্ষ থেকে বখাটেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এক কেজি সোনাসহ যাত্রী আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয়েছে ১ কেজি ১শ’ গ্রাম স্বর্ণ। আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৪ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তাদের তল্লাশিতে এ অবৈধ চালানটি ধরা পড়ে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক শামীমুর রহমান জানান, মোঃ নুর উদ্দিন নামের এক যাত্রী ফ্লাই দুবাই ফ্লাইটে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। সঙ্গে আনা স্বর্ণের কোন ধরনের ঘোষণা না দিয়ে তিনি গ্রীন চ্যানেল দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। রায়পুরে তিন মাদকসেবীর কারাদ- সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২১ জুলাই ॥ লক্ষ্মীপুরের রায়পুরে তিন মাদকসেবীকে ছয় মাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন এ দ- প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেনÑ উপজেলার দক্ষিণ দেনায়েতপুর গ্রামের মেস্তরীবাড়ির সাদেক মিয়ার ছেলে জাফর, পূর্ব লাছ গ্রামের অলি উল্যার ছেলে হান্নান ও উত্তর কেরোয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মনির হোসেন। বাল্যবিয়ে রোধে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২১ জুলাই ॥ বাসন্ডা ইউনিয়ন পরিষদের সামনে বাল্যবিয়ে প্রতিরোধে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় ইউনিয়ন সমাজের সদস্যদের নিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। জেলা ব্র্যাক প্রতিনিধি আবদুস ছামাদ ও ব্র্যাককর্মী সংকরী মালো বক্তব্য রাখেন। ঢেউটিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২১ জুলাই ॥ গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়নে ৩৩টি হতদরিদ্র পরিবার ও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে মোট ৫৪ বান্ডিল ঢেউটিন ও এক লাখ ৬২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে চেক ও ঢেউটিন বিতরণ করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
×