ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশিত: ০৪:৩৬, ২২ জুলাই ২০১৬

বন্যা পরিস্থিতির অবনতি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নদ-নদী অববাহিকার দেড় শতাধিক চর ও দ্বীপচরগুলো তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। বৃহস্পতিবার সকালে উলিপুরের গুজিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জেলায় প্রায় প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারীভাবে বন্যাদুর্গত এলাকায় এখন পর্যন্ত কোন ত্রাণ সহায়তা পৌঁছেনি। এগিয়ে আসেনি বেসরকারী সংগঠনগুলোও। ফলে বন্যাকবলিত পরিবারগুলো পড়েছে খাদ্য, বিশুদ্ধ পানির সঙ্কটে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চিলমারী, উলিপুর, রৌমারী, রাজীবপুর, নাগেশ্বরী, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলার ৪০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার মানুষ।
×