ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে ঘরের মধ্যে রহস্যজনক কবর ॥ গুলি উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৩, ২২ জুলাই ২০১৬

বরিশালে ঘরের মধ্যে রহস্যজনক কবর ॥ গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে একটি ঘরের মধ্যে রহস্যজনকভাবে তিনটি কবর খোঁড়ার অভিযোগে বুধবার মধ্যরাতে দু’জনকে আটক করেছে পুলিশ। এ সময় রাইফেলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের ফজলুল হক সরদারের ঘরের তিন বারান্দায় রহস্যজনকভাবে তিনটি কবর খোঁড়া হয়। কবরগুলো পাঁচ থেকে ছয় ফুট লম্বা, তিন ফুট চওড়া ও কমপক্ষে ছয় ফুট গভীর। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে বুধবার রাতে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কবর খোঁড়ার সত্যতা পেয়ে ফজলুল হক ও তার বোন মহিতুন্নেছাকে আটক করে। এ সময় ওই ঘর থেকে রাইফেলের এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, একজন নারীর পক্ষে এত গভীর করে তিনটি কবর খোঁড়ার বিষয়টি রহস্যজনক। তবে এর পেছনে কী কারণ রয়েছে তা তারা অনুমান করতে পারেননি। বৃহস্পতিবার সকালে থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদশন করেন। তিনি এলাকার ইউপি সদস্য শামীম তালুকদার ও লোকজনের বরাত দিয়ে জানান, আটক নারী মহিতুন্নেছা একজন মস্তিষ্কবিকৃত লোক। তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন। এলাকায় তার পাগলামির অনেক তথ্য রয়েছে। রাইফেলের গুলিটি অনেক পুরনো। গৌরনদী সার্কেলের এএসপি নাঈমুর রহমান আটককৃতদের আগৈলঝাড়া থানায় জিজ্ঞাসাবাদ করে কবর খোঁড়ার কোন সুনির্দিষ্ট কারণ জানতে না পেরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য শামীম তালুকদারের জিম্মায় ছেড়ে দিয়েছেন।
×