ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতে গাড়ির দাম বাড়ছে

প্রকাশিত: ০৪:২৮, ২২ জুলাই ২০১৬

ভারতে গাড়ির দাম বাড়ছে

কাঁচামালের মূল্য হু হু করে বাড়তে থাকায় ভারতে বাড়ছে গাড়ির দাম। ফলে দেশটিতে আসন্ন উৎসব মৌসুমে ক্রেতাদের বেশ চড়া দামে গাড়ি কিনতে হবে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। গত ছয় মাসে ভারতে ইস্পাতের দাম বেড়েছে ৩৬ শতাংশ। আর প্রাকৃতিক রাবারের দাম বেড়েছে ২৫ শতাংশ। পাশাপাশি এ্যালুমিনিয়াম ও তামার দামও বেড়েছে। গাড়ি বিশ্লেষকরা বলছেন, যদি নির্মাণসামগ্রীর দাম বাড়তে থাকে তাহলে গাড়ি কোম্পানিগুলো বেকায়দায় পড়ে যাবে। অগত্যা তাদের গাড়ির দাম বাড়াতে হবে। এর কোন বিকল্প নেই। নির্মাণসামগ্রীর দাম বাড়তে থাকায় যাত্রীবাহী, বাণিজ্যিক ও স্পোর্টস ইউটিলিটিসহ সব গাড়ির দাম বাড়বে। ফলে ক্রেতাদের চলতি বছরের উৎসব মৌসুমে চড়া দামে গাড়ি কিনতে হবে। হুন্দাই মোটর ইন্ডিয়ার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট বলেন, অধিকাংশ কাঁচামালের দাম বাড়ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×