ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেভ ক্লাব কিনেছে লিভার ব্রাদার্স

প্রকাশিত: ০৪:২৮, ২২ জুলাই ২০১৬

শেভ ক্লাব কিনেছে লিভার ব্রাদার্স

শেভিংয়ের সরঞ্জাম বিক্রির বিখ্যাত ই-কমার্স কোম্পানি ডলার শেভ ক্লাবকে কিনে নিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। শেভিংয়ের সরঞ্জাম বিক্রিতে বিশ্ব বাজারে নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের এ সাইটটি নগদ ১০০ কোটি ডলারে কিনেছে এ্যাংলো-ডাচ প্রতিষ্ঠানটি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চার বছর বয়সী ডলার শেভ ক্লাবের মাত্র ৩২ লাখ সদস্য রয়েছে। তা সত্ত্বেও ব্যাপক মুনাফা করে প্রতিষ্ঠানটি। মূলত এ কারণেই প্রতিষ্ঠানটিকে কিনল ইউনিলিভার। ডলার শেভের প্রতিষ্ঠাতা মাইকেল ডুবিন। বিক্রি হয়ে গেলেও ই-কমার্স কোম্পানিটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন তিনিই। এ বিষয়ে ডুবিন বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে দারুণ সহায়তা করবে এ চুক্তি। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ডলার শেভ ক্লাবের কার্যক্রম চালু রয়েছে। কিন্তু শেভিং সরঞ্জাম বিক্রিতে জিলেটের কাছে সেসব দেশগুলোতে কোম্পানিটিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×