ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কৃষি পণ্য রফতানি লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

প্রকাশিত: ০৪:২৭, ২২ জুলাই ২০১৬

কৃষি পণ্য রফতানি লক্ষ্যমাত্রা  ছাড়িয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৫-১৬ অর্থবছরে কৃষিপণ্য রফতানিতে আয় হয়েছে ৫৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা সদ্য সমাপ্ত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দমশকি ১৮ শতাংশ বেশি। একই সঙ্গে ২০১৪-১৫ অর্থবছরে তুলনায় এই খাতের রফতানি আয় ১ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। বাংলাদেশ রফতানি উন্নয়ন বু্যুরোর (ইপিবি) জুলাই মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, সদ্য সমাপ্ত ২০১৫-১৬ অর্থবছরে কৃষিপণ্য রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এই সময়ে আয় হয়েছে ৫৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ১৮ শতাংশ বেশি। একইসঙ্গে এর আগের অর্থবছরের তুলনায় কৃষিপণ্য রফতানি আয় ১ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে চা রফতানিতে আয় হয়েছে ১৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৫০ শতাংশ কম। ২০১৪-১৫ অর্থবছরে সময়ের তুলনায় এই খাতের রফতানি আয় ৩০ দশমিক ৪২ শতাংশ কমেছে। ২০১৪-১৫ অর্থবছরে চা রফতানিতে আয় হয়েছিল ২৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সদ্য সমাপ্ত অর্থবছরের সবজি রফতানিতে আয় হয়েছে ১০ কোটি ৩৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। যা এই লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৯৩ শতাংশ বেশি। একইসঙ্গে আগের অর্থবছরের তুলনায় এ খাতের রফতানি আয় ১ দশমিক ০৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে ফুলকপি ও বাঁধাকপি রফতানিতে আয় হয়েছে ৪৭ লাখ ৩০ হাজার মার্কি ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫৭ দশমিক ০০ শতাংশ এবং ২০১৪-১৫ অর্থবছরের সময়ের তুলনায় ৫৮ দশমিক ৩৬ শতাংশ কম।
×