ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফের শুরু হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ডিজি নিয়োগ প্রক্রিয়া

প্রকাশিত: ০৪:২৬, ২২ জুলাই ২০১৬

ফের শুরু হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ডিজি  নিয়োগ প্রক্রিয়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘ ৬ মাস ধরে ডেপুটি গবর্নর নিয়োগ দিতে পারেনি অর্থ মন্ত্রণালয়। সার্চ কমিটি একবার নিয়োগ প্রক্রিয়ার কয়েকটি ধাপ অনুসরণ করে তিনজনের নাম সুপারিশ করলেও পরে গোয়েন্দা রিপোর্ট খারাপ আসায় তা বাতিল করা হয়। দ্বিতীয়বারের মতো ডেপুটি গবর্নর নিয়োগের প্রক্রিয়া ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার নতুন করে প্রজ্ঞাপন জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে নতুন প্রক্রিয়া সম্পন্ন করতে মাসখানেক সময় লাগবে। এতে অভিযুক্ত ছাড়া অন্যরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মার্চে ব্যাংকে ডেপুটি গবর্নর নিয়োগের বিষয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেনÑ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ডিজি কেএএস মুুর্শিদ, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস। ডেপুটি গবর্নর পদে নিয়োগ দিতে গত ২৭ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৩ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন। আবেদনকারীদের মধ্য থেকে ২২ জনকে মৌখিক পরীক্ষা গ্রহণ করে সার্চ কমিটি। এদের মধ্যে দক্ষতার বিচারের ৩ জনকে চূড়ান্ত করে কমিটি। এদের মধ্যে তিনজন ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামান, আবদুর রহিম ও আহমেদ জামাল।
×