ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে রেনউইক যজ্ঞেশ্বরের

প্রকাশিত: ০৪:২৫, ২২ জুলাই ২০১৬

অকারণে দর বাড়ছে রেনউইক যজ্ঞেশ্বরের

অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রেনউইক যজ্ঞেশ্বরের কাছে সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার কারণ জানতে চায় ডিএসই কর্তৃপক্ষ। জবাবে দর বাড়ার পেছনে কোনপ্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বিশ্লেষণে দেখা গেছে, গত ১৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ২৯১ টাকা। আর ২০ জুলাই দর বেড়ে লেনদেন হয়েছে ৩৭৭.৪০ টাকায়। আলোচিত সময়ে কোম্পানিটির দর বেড়েছে ৮৬.১০ টাকা বা প্রায় ২৬ শতাংশ, যা অস্বাভাবিক মনে করছে ডিএসই। -অর্থনৈতিক রিপোর্টার
×