ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারী কোম্পানির প্রাধান্য

স্বল্প মূলধনী কোম্পানির দিনে লেনদেন বাড়ল ১৮ ভাগ

প্রকাশিত: ০৪:২৪, ২২ জুলাই ২০১৬

স্বল্প মূলধনী কোম্পানির দিনে লেনদেন বাড়ল ১৮ ভাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে বেশিরভাগ কোম্পানির দর কমার দিনেও ডিএসইতে প্রায় ১৮ শতাংশ লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। দিনটিতে উভয় বাজারেই চাহিদার শীর্ষে ছিল স্বল্প মূলধনী কোম্পানি। এই কোম্পানির কয়েকটির বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। অর্থাৎ দরবৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছে কোম্পানিটির লেনদেন হয়েছে। ওয়াটা কেমিক্যাল, ইস্টার্ন ক্যাবলস, ন্যাশনাল টিউবস ও রেনউইক যজ্ঞেশ্বরের দিনটিতে কোন বিক্রেতা ছিল না। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪০৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৬২ কোটি ৭৩ লাখ টাকার বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৩৪৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৫৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো ফার্মা, মবিল যমুনা বিডি, একমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, অলিম্পিক ইন্ড্রাস্টিজ, আইপিডিসি, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক ও ডেল্টা ব্র্যাক হাউজিং। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ওয়াটা কেমিক্যাল, ইস্টার্ন ক্যাবলস, ন্যাশনাল টিউবস, রেনউইক যজ্ঞেশ্বর, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এমবে ফার্মা, ফনিক্স ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস, মিরকাল ইন্ড্রাস্টিজ ও উসমানিয়া গ্লাস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সিটি ব্যাংক, একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, ইভিন্স টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, বেক্সিমকো, ডরিন পাওয়ার ও মবিল যমুনা বিডি।
×