ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গায় দুই কিশোর-কিশোরীর ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত: ০৮:৩৫, ২১ জুলাই ২০১৬

বুড়িগঙ্গায় দুই কিশোর-কিশোরীর ভাসমান লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ, ২০ জুলাই ॥ বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতনামা ভাসমান দুই কিশোর-কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কামরাঙ্গীর চর সাইনবোর্ড ঘাট এলাকার সামনে থেকে অজ্ঞাতনামা কিশোরীর (১৮) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। অপরদিকে দুপুরে পোস্তগোলা সেনানিবাসের সামনে বুড়িগঙ্গার কুচুরিপানার ভেতর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা কিশোরের (১৬) লাশ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ-পুলিশ। লাশ দুটি সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশ দুটিই পচা গলা অবস্থায় পাওয়া গেছে। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ইলিয়াস মিয়া জানান, সাইনবোর্ড ঘাটের সামনে অজ্ঞাতনামা কিশোরীর পরনে ছিল নীল রংয়ের কামিজ ও সাদা রংয়ের স্যালোয়ার এবং গলায় তোয়ালে পেঁচানো। পুলিশের ধারণা অজ্ঞাত সন্ত্রাসীরা কিশোরীকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ভাসিয়ে দিয়ে পালিয়ে গেছে। হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ শামসুদ্দিন জানান, স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে জানতে পারি পোস্তগোলা সেনানিবাসের সামনে বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাতনামা কিশোরের লাশ ভেসে উঠেছে। এ সংবাদের ভিত্তিতে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোরের লাশ উদ্ধার করা হয়। পরনে ছিল কালো রংয়ের জিন্স প্যান্ট ও সাদাকালো চেক হাফহাতা টি-শার্ট।
×