ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:০৭, ২১ জুলাই ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৫. ফসফরাসের কাজ হলো- র. অস্থি ও দাঁত গঠনে বাঁধা দেয়া রর. নিউক্লিক এসিড ও নিউক্লিক প্রোটিন তৈরি করা ররর. শর্করা বিপাকে শক্তি উৎপন্ন করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. বেকিং সোডা- র. ক্ষারজাতীয় পদার্থ রর. বদহজম সমস্যার সমাধান দেয় ররর. পাকস্থলিতে এসিডিটি বাড়ায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৭. পলিমাটির কণাগুলো বালিমাটির কণার তুলনায় আকারে কীরূপ? ক) বড় খ) ছোট গ) সমান ঘ) অনেক বড় ১৮. এক অণু বিশিষ্ট শর্করা কোনটি? ক) মনোস্যাকারাইড খ) ডাইস্যাকরাইড গ) পলিস্যাকারাইড ঘ) ট্রাইস্যাকারাইড ১৯. দেহের বাইরে ডিম্বাণু ও শ্রক্রাণু মিলন ঘটানোকে কী বলে? ক) টেস্টটিউব বেবি খ) ইনভিট্রো ফার্টিলাইজেশন গ) গর্ভধারণ ঘ) গর্ভপাত ২০. গর্ভবতী মহিলাদের দেহে দৈনিক থায়ামিনের চাহিদা কত? ক) ১.২-১.৫ মিলিগ্রাম খ) ১.৫-১.৭ মিলিগ্রাম গ) ০.৫-০.৭ মিলিগ্রাম ঘ) ১.৩-১.৮ মিলিগ্রাম ২১. কত রঙের রেশম পাওয়া যায়? ক) দুই শতাধিক খ) চারশতাধিক গ) তিনশতাধিক ঘ) পাঁচশতাধিক ২২. শৈবালের উৎপাদন বন্ধে কোনটি খুব কার্যকরী? ক) তুঁতে খ) পটাসিয়াম নাইট্রেট গ) এ্যামোনিয়াম নাইট্রেট ঘ) এ্যামোনিয়াম ফসফেট ২৩. গ্যাস্ট্রিকের ব্যথা বা এসিডিটির কারণে আমরা কি খাই? ক) চুন খ) চুনাপাথর গ) এন্টাসিড ঘ) ঐঈও ২৪. নিচের কোনিট পানি ও মাটিতে উভয় জায়গায় জন্মায় না? ক) কলমি খ) শাপলা গ) হেলেঞ্চা ঘ) কেশর দাম ২৫. কার্ডিং এবং কম্বিং করা হয়- র. তুলার রর. লিনেনের ররর. পশমের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৬. একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যথা করে। তার কী ধরনের চমশা ব্যবহার করতে হবে? ক) উত্তল খ) অবতল গ) সমতলাবতল ঘ) সমতলোত্তল ২৭. ড্রেসিং টেবিলে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? ক) সমতল দর্পণ খ) উত্তল দর্পণ গ) অবতলোত্তল দর্পণ ঘ) অবতল দর্পণ ২৮. পানিতে দ্রবীভূত ক্ষারককে কী বলে? ক) ক্ষার খ) এসিড গ) লবণ ঘ) পানি ২৯. পানিতে কয়টি অক্সিজেন পরমাণু আছে? ক) ৫টি খ) ৪টি গ) ৩টি ঘ) ১টি ৩০. স্ফুটন শুরু হওয়ার পর কত মিনিট ধরে স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয়? ক) পরিস্রাবণ খ) ক্লোরিনেশন গ) পরিস্রাবণ ঘ) পাতন ৩১. রেশমের প্রধান গুণ- ক) এটি শক্ত খ) সৌন্দর্য গ) এটি কোমল ঘ) এটি রং পাকা ৩২. নিচের কোনটিতে গ্লুকোজ উপস্থিত? ক) আম খ) মিসরী গ) আঙ্গৃর ঘ) কলা ৩৩. এ্যামাইনো এসিড ভেঙে উৎপন্ন হয়- র. হাইড্রোজেন সালফাইড গ্যাস রর. সালফার ট্রাই অক্সাইড গ্যাস ররর. ফসফরাস অক্সাইড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা নির্দেশ করে? ক) ব্যাকটেরিয়া খ) প্রোটোজোয়া গ) প্রোটোভাইরাস ঘ) ভাইরাস ৩৫. চযরষড়ংড়ঢ়যরপ ঢড়ড়ষড়মরপ বইটির লেখক কে? ক) হার্বাট স্পেনসার খ) মেনডেল গ) ল্যামার্ক ঘ) ডারউইন সঠিক উত্তর ১৫. (গ) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (খ) ২১. (গ) ২২. (ক) ২৩. (গ) ২৪. (খ) ২৫. (ঘ) ২৬. (ক) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (ক) ৩০. (ক) ৩১. (খ) ৩২. (গ) ৩৩. (খ) ৩৪. (ঘ) ৩৫. (গ)
×