ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বপ্নের পথে হৃদয় চৌধুরী

প্রকাশিত: ০৭:০২, ২১ জুলাই ২০১৬

স্বপ্নের পথে হৃদয় চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ এ সময়ের সম্ভাবনাময় চলচ্চিত্র অভিনেতা হƒদয় চৌধুরী। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালবাসতে মন লাগে’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এতে তার অভিনয়ও সংশ্লিষ্টদের দৃষ্টি কেড়েছে। প্রথম কাজের সাফল্যে এ অঙ্গনে নিয়মিত হওয়ার স্বপ্ন দেখছেন। সেই লক্ষ্যেই এগোচ্ছেন। প্রস্তুতি নিচ্ছেন, অনুশীলন করছেন। অচিরেই শুরু করতে যাচ্ছেন তার নতুন একাধিক চলচ্চিত্রের কাজ। এছাড়া ছোট পর্দার বিভিন্ন নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনেও কাজ করছেন তিনি। তবে আজকের হৃদয় অনেকটা সম্পূর্ণ মনে হলেও এজন্য তাকে বেশ কাঠ-খড় পোড়াতে হয়েছে। ছোটবেলা থেকে স্কুল পালিয়ে প্রচুর বাংলা চলচ্চিত্র দেখেছেন হƒদয় চৌধুরী। এজন্য মা-বাবার কাছে মারও খেয়েছেন। তবুও দেখা ছাড়েননি। নায়ক মান্নার অধিকাংশ চলচ্চিত্র তিনি হলে গিয়ে দেখেছেন। দেখতে দেখতে অভিনেতা হওয়ার পোকা মাথায় ডোকে। শোবিজে কাজের জন্য বিভিন্ন রাস্তা খুঁজেছেন। বরাবরই হতাশ হয়েছেন কিন্তু হাল ছাড়েননি এই চিত্রনায়ক। বুকভরা স্বপ্ন নিয়ে খুলনা থেকে ঢাকায় উঠেন এক স্কুল বন্ধুর বাড়িতে। প্রথমদিকে রাতে আউটসোর্সিংয়ের কাজ করতেন আর দিন কাটিয়ে দিতেন বিভিন্ন শূটিং হাউস, এফডিসিতে ঘোরাঘুরি করে। সেখানে অনেক পরিচালকের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত হয়েছেন। কয়েকটি বিজ্ঞাপনের মডেল হওয়ার সুযোগ পান। শেষ পর্যন্ত ২০১৩ সালে হƒদয়কে সুযোগটা দেন পরিচালক কালাম কায়সার। তবে চলচ্চিত্রের জন্য অভিনয়, নাচ, ফাইট জানতে হয়। এসব গুণাবলির কিছুটা হলেও হৃদয়ের মধ্যে আছে। যার প্রমাণ দিলেন প্রথম অভিনীত ‘ভালবাসতে মন লাগে’ চলচ্চিত্রের মাধ্যমে। বাংলাদেশের উল্লেখযোগ্যসংখ্যক হলে মুক্তি পায় চলচ্চিত্রটি, যা দর্শকপ্রিয়তাও পেয়েছে। এ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকরা হৃদয়কে ভালভাবেই গ্রহণ করেছে। এবার কিভাবে এগোবেন। এ প্রসঙ্গে হƒদয় বলেন, বাংলাদেশর জাতীয় খেলা কাবাডি নিয়ে নির্মিত হওয়ায় চলচ্চিত্রটি আলোচনায় ছিল। চলচ্চিত্রের ভাল গল্প, শিল্পীদের ভাল অভিনয়ের কারণে দর্শকরা গ্রহণ করেছেন। প্রথম চলচ্চিত্রের সাফল্যে এই অঙ্গনে নিয়মিত হওয়ার কথা ভাবছেন তিনি। সেই লক্ষ্যে প্রস্তুতিও নিচ্ছেন। নবাগত এই চিত্রনায়ক বলেন, মানুষের জীবনে কতই না ইচ্ছা থাকে ঠিক তেমনটি আমারও কিছু ইচ্ছা ছিল এই চলচ্চিত্রকে ঘিরে। আমি ছোট বেলা থেকে আমি শাবানা ম্যাডামের অনেক ভক্ত। যদি কখনও শাবানা আবার অভিনয়ে ফেরেন তাহলে তার সঙ্গে অভিনয় করতে চান। অনদিকে পূর্ণিমার সঙ্গে জুটিবেঁধে অভিনয় করার ইচ্ছা পোষণ করেন এই চিত্রনায়ক। প্রিয় নায়ক মান্না ভাইয়ের কোন চলচ্চিত্র রিমেক হলে সেখানে কাজ করতে চান হƒদয়। সুযোগ পেলে মান্নার অসম্পূর্ণ কাজগুলোতে যুক্ত হতে চান। হƒদয় বলেন এখন অনেক চলচ্চিত্র হচ্ছে কিন্তু ভাল কাজ খুব কমই পাচ্ছে। আমি শুধু চলচ্চিত্রের সংখ্যা বাড়াতে চাই না। আমি ভাল অভিনয়, ভাল গল্পের চলচ্চিত্রে বৎসরে একটি করব কিন্তু নিজের ইমেজ নষ্ট হয় এমন চলচ্চিত্রে কাজ করব না। দৃঢ়চিত্তে বলেন তিনি।
×