ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘প্রিটি ওমেন’ খ্যাত পরিচালক গ্যারি মার্শাল আর নেই

প্রকাশিত: ০৭:০১, ২১ জুলাই ২০১৬

‘প্রিটি ওমেন’ খ্যাত পরিচালক গ্যারি মার্শাল আর নেই

সংস্কৃতি ডেস্ক ॥ হলিউডের প্রখ্যাত পরিচালক, প্রযোজক ও শক্তিমান কৌতুক অভিনেতা গ্যারি মার্শাল আর নেই। মঙ্গলবার লস এ্যাঞ্জেলেসের উপশহর বারব্যাঙ্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বিশ্বের চলচ্চিত্র প্রেমিদের তিনি ‘হ্যাপী ডেইস’, ‘প্রিটি উমেন’সহ অসংখ্য হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন। গ্যারি মার্শালের মুখপাত্র জানান, সম্প্রতি তিনি মস্তিস্কে রক্তক্ষরণের পর তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। এর পরম মঙ্গলবার লস এ্যাঞ্জেলেসের উপশহর বারব্যাঙ্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গ্যারি মার্শাল নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন নাচের শিক্ষিকা এবং বাবা ছিলেন চিত্র পরিচালক। ১৯৫০ এর দশকে মার্শাল শোবিজ অঙ্গনে তিনি পা রাখেন। এ সময় জ্যাক পিরের সঙ্গে টু নাইট শোসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য কৌতুক রচনা করতেন। ছোট পর্দায় তার প্রথম বড় হিট ছিল ‘দ্য অড কাপল’। এরপর থেকে তিনি সাফল্যের সিঁড়ি বেয়ে শীর্ষে পৌঁছে যান। তিনি ১৯৭০ এর দশকে সিটকম ‘হ্যাপী ডেইস’ এবং ‘মোর্ক অ্যান্ড মিন্ডি’ তৈরি করেন। এই দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘মোর্ক অ্যান্ড মিন্ডি’ এর মাধ্যমে রবিন উইলিয়াম বিশ্বব্যাপী পরিচিতি পান। ১৯৮০’র দশকে মার্শাল চলচ্চিত্র রচনা ও পরিচালনা করতে শুরু করেন। ১৯৮৯ সালে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘বিচেস’ তার সৃজনশীলতা শক্তির বহিঃপ্রকাশ। ১৯৯০ এর দশকে জুলিয়া রবার্টসের সঙ্গে ‘প্রিটি ওম্যান’ চলচ্চিত্রটির জন্যই সম্ভবত তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান। ২০০১ সালে তার নির্মিত ‘দ্য প্রিন্সেস ডাইরিস’ এর মাধ্যমে অ্যানি হ্যাথাওয়ে তারকা খ্যাতি পান। বহুমুখী প্রতিভার অধিকারী মার্শাল একজন প্রতিভাবান অভিনেতা হিসেবেও সুপরিচিত। ‘এ লীগ অব দেয়ার ওউন’ এর মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন এবং ১৯৯০ এর দশকে ছোট পর্দায় বেশ কয়েকটি ধারবাহিক নাটকে অভিনয় করেন। তার পরিচালিত সর্বশেষ তিনটি চলচ্চিত্র হলো ‘ভ্যালেন্টাইন ডে’ (২০১০), ‘নিউইয়র্ক ইভ’ ২০১১ এবং চলতি বছরে মুক্তি প্রাপ্ত ‘মাদার্স ডে’। তিনি তাঁর স্ত্রী বারবারা, তিন সন্তান ও ছয় নাতি-নাতনি রেখে গেছেন।
×