ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

জনের আপকামিং ডিসুম

প্রকাশিত: ০৬:৫৮, ২১ জুলাই ২০১৬

জনের আপকামিং ডিসুম

এই মুহূর্তে পৃথিবীর সব থেকে আলোচিত ভৌগোলিক অঞ্চল মধ্যপ্রাচ্য। ঘটে যাওয়া প্রায় সব খবরের জন্ম এখানে। গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের হিসেব নিকাশ কিংবা বিশ্বব্যাপী নতুন এজেন্ডা প্রতিষ্ঠা সবদিক থেকে মধ্যপ্রাচ্য এখন আলোচনার শীর্ষে। প্রায় প্রতি দিনই নিউজ হচ্ছে এ অঞ্চল নিয়ে । মানুষ কাগজে পড়ছে আবার ভুলেও যাচ্ছে। অবশ্য বিশ্বব্যাপী ঘটনার বিপুল প্রবাহ ভুলতে তাকে বাধ্য করছে। সবক্ষেত্রে বাস্তবচিত্র আমরা অনুধাবন করতে পারছি না। এদিক থেকে সিনেমা বা চলচ্চিত্র জীবনের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক অনেক আগে থেকেই তৈরি করেছে। কেবল বিনোদনের খোরাক নয় বরং পৃথিবীর সব অঞ্চলের বর্তমান চালচিত্র চলচ্চিত্রের দৃশ্যপটও বটে। প্রায় সব দেশ বা সমাজের আসল সত্যকে পরিষ্কার করে উপস্থাপন করার একটি শক্তিশালী মাধ্যম চলচ্চিত্র। বলিউড বা ভারতীয় চলচ্চিত্র পৃথিবীর অন্য দেশ বা ভিন্ন ভাষার চলচ্চিত্রের মতোই বিশ্বব্যাপী আলোচিত। বলিউড, সব দিক বিবেচনা করে নিয়মিত নির্মাণ করে আসছে ভিন্ন ভিন্ন গল্পের চলচ্চিত্র। এই ধারাবাহিকতায় চলতি মাসের ২৯ তারিখ, রহিত ধাওয়ানের গল্প ও পরিচালনায় মুক্তি পেতে যাচ্ছে এ্যাকশন ও এ্যাডভেঞ্চার ধাঁচের সিনেমা ‘ডিসুম’। জন আব্রাহাম, বরুণ ধাওয়ান, অক্ষয় খান্না, জ্যাকলিন ফার্নান্দেজ এবং নারগিস ফাকরের মতো বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের এক করে ‘ডিসুম’ দিয়ে পর্দা কাঁপাবেন পরিচালক রহিত ধাওয়ান। এই চলচ্চিত্রের রূপক গল্পবহুল আলোচিত ঘটনা নিয়ে। ভারতীয় ক্রিকেট ও ক্রিকেটাররা সব দেশই জনপ্রিয়। নিয়মিত প্রায় সব দেশের প্রিমিয়ার লীগে তারা খেলছেন। পাকিস্তানে ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের খেলা বন্ধ হওয়ার পর, বিকল্প ভ্যানু হিসেবে মধ্যপ্রাচ্য বা সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় খেলোয়ারা নিয়মিত ঐসব ভ্যানুতে খেলছেন। ধাওয়ানের গল্পে দেখা যায় এক নির্ধারিত সফরে মধ্যপ্রাচ্যে খেলতে গিয়ে দলের প্রথম সারির ব্যাটসম্যান নিখোঁজ হয়ে যায়। ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম চুলচেরা বিশ্লেষণ করেও কোন কূল কিনারা খুঁজে পায়না। পুলিশের তৎপর কার্যক্রম ও ব্যর্থ। নিখোঁজ হওয়া খেলোয়ারদের উদ্ধারের জন্য পরবর্তীতে একটি স্পেশাল টিম মধ্যপ্রাচ্যে বিশেষ মিশন শুরু করে। স্পেশাল টিমের দুই চৌকস অফিসার জন আব্রাহাম ও বরুণ ধাওয়ান, মিশন শুরু করে আরব সগরের দুই পাড়ে। এ্যাকশন এ্যাডভেঞ্চার সঙ্গে প্রীতম চক্রবর্তীর মিউজিক সবমিলে যেন উত্তেজনার অপেক্ষা। বলিউডে রহিত ধাওয়ান কমেডি ধাঁচের চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত। পার্টনার, কুলি নং-১ এর মতো সফল কমেডির নির্মাতা তিনি। এবার এ্যাকশন এ্যাডভেঞ্চার পরিচালনায় কতখানি সফল হবেন এটা দেখার অপেক্ষা। চলতি বছর মার্চে নিশিকান্ত কামাতের এ্যাকশন থ্রিলারে রকি (জন আব্রাহাম) বেশ দুর্দান্তঅভিনয় করেছিলেন। চরিত্রের সঙ্গে অভিনয় ছিল বেশ প্রশংসনীয়। অন্যদিকে স্টুডেন্ট অব দ্য ইয়ার, বদলাপুর, দিলোয়ালের মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন বরুণ ধাওয়ান। এবার জনকে কতখানি সঙ্গ দিতে পারেন তার অপেক্ষা। লঙ্কান কন্যা জ্যাকলিনও হয়ত ক্যারিয়ারে আর এক ধাপ এগিয়ে যাবেন ডিসুমের মধ্য দিয়ে। পাশাপাশি অনেক দিন পর ক্যামেরার সামনে কাজ করছেন। এক সময়ের আলোচিত অভিনেতা অক্ষয় খান্না । পাশাপাশি আছেন হালের ক্রেজ নারগিস ফাকরে। আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে সব কিছুর কম্বিনেশন রয়েছে রহিত ধাওয়ানের আপকামিং ডিসুমে।
×