ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফারহানা আদৃতা

সূফি সাধকের ভূমিকায় ডিক্যাপ্রিও

প্রকাশিত: ০৬:৫৭, ২১ জুলাই ২০১৬

সূফি সাধকের ভূমিকায় ডিক্যাপ্রিও

এয়োদশ শতকের বিখ্যাত মুসলিম কবি সুফি সাধক জালাল উদ্দিন রুমিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পপনা হয়েছে হলিউডে। ইতোমধ্যে অস্কারজয়ী চিত্রনাট্যকার ডেভিড ফ্যানজোনি ছবিরি স্ক্রিপ্ট লেখার কাজ শুরু করেছেন। ডেভিড ফ্যানজোনি ২০০০ সালের ব্লকবাস্টার হলিউডি সিনেমা ‘গ্ল্যাডিয়েটর’র চিত্রনাট্যকার ছিলেন। ঐ ছবির প্রযোজক স্টিফেন জোয়েল ব্রাউনও তার সঙ্গে এই সেলুলয়েডে যথাযথাভাবে তুলে ধরার কাজটিকে সহজ নয় দাবি করে বলেছেন, কাজটি নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। সাধারণত পাশ্চাত্যের সিনেমায় মুসলিম চরিত্রগুলো যথাযথভাবে তুলে ধরা হয় না বলে এক ধরনের অভিযোগ রয়েছে। ডেভিড ফ্যানজোনি রুমিকে বিরল প্রতিভার অধিকারী অসাধারণ শক্তিশালী কবি হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘তিনি শেক্সপিয়ারের মতোই একজন বড় মাপের কবি ছিলেন, তার সময়কালে অসম্ভব ক্ষমতাধর মেধাবী কাব্য প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তিনি সমাজ ও মানুষের কথা তুলে ধরার পাশাপাশি আধ্যাত্মিক দর্শনকেও লালন করেছেন তার কবিতায়।’ রুমিকে নিয়ে পরিকল্পিত হলিউডি বায়োপিক মুভিটির শূটিং আগামী বছর নাগাদ শুরু করার প্রত্যাশা ছবিটির প্রযোজকদের। এ ছবির চিত্রনাট্যকার ও প্রযোজক ইতোমধ্যেই তুরস্কের ইস্তাম্বুল ঘুরে এসেছেন ছবিটির বিভিন্ন রসদ সংগ্রহ করে। তারা ত্রয়োদশ শতকের বিখ্যাত মুসলিম কবি সুফি সাধক জালাল আল রুমি চরিত্রে রূপায়নের জন্য হলিউডের বিখ্যাত অস্কারজয়ী শক্তিমান অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর কথা ভেবেছেন। যদিও এখনও পরিকল্পিত ছবিটির তারকা নির্বাচন চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছায়নি। তবে রুমির চরিত্রে যদি লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনয়ে রাজি হন তাহলে এ ছবিটি তার অভিনয় জীবনে আরেকটি নতুন মাইলফলক হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি এ পর্যন্ত বহু চ্যালেঞ্জিং রোলে নিজের সক্ষমতা ও মেধার প্রমাণ দিয়েছেন। কোন মুসলিম চরিত্রে এটাই হবে তার প্রথম অভিনয়। ত্রয়োদশ শতকের পটভূমিকায় মুসলিম সভ্যতার প্রেক্ষাপটে নির্মিতব্য ছবিটিতে মূল ভূমিকায় অভিনয়ের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন ডি ক্যাপ্রি। ৪১ বছর বয়সী এই বিখ্যাত হলিউডি অভিনেতা ‘দ্য বাস্কেটবল ডায়েবিজ’, ‘বোমিও জুলিয়েট’, ‘টাইটানিক’, ‘দ্য ম্যান নৈ দ্য আয়রন মাস্ক’, ‘ক্যাচ মি ইফইয়্যু ক্যান’, ‘গ্যাংস অব নিউইয়র্ক ’, ‘ইনসেপশন’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘সাটার আইল্যান্ড’, ‘দ্য রেভেরেন্ট’ ছবিগুলোতে ডি ক্রাপ্রিওকে ক্রইে একজন মেধাবী দক্ষ অসাধারণ ক্ষমতাধর অভিনেতা রূপে বিকশিত হতে দেখেছেন দর্শক সমালোচক। এবার যদি মুসলিম সুফি সাধক এক বিখ্যাত কবি রুমির চরিত্রটি রূপায়নের চ্যলেঞ্জ গ্রহণ করেন তাহলে এটা হবে তার অভিনয় জীবনে নতুন ডাইমেশন। গোটা বিশ্বের সিনেমা দর্শক এখন তাকিয়ে আছে এই অসাধারণ মেধাবী অভিনেতাটির দিকে। তিনি কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়।
×