ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

মুগ্ধতা ছড়ালেন নুসরাত ফারিয়া

প্রকাশিত: ০৬:৪৬, ২১ জুলাই ২০১৬

মুগ্ধতা ছড়ালেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া। সময়ের আলোচিত অভিনেত্রী। ‘বাদশা দ্য ডন’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আবারও তিনি আলোচনায়। এবারের ঈদে তার অভিনীত যৌথ প্রযোজনার এই ছবিটি ঢাকা ও কলকাতায় মুক্তি পেয়েছে। দর্শক সাড়া কেমন পাচ্ছেন? এমন প্রশ্নে নুসরাত ফারিয়া বলেন, দর্শক প্রতিক্রিয়া খুব ভাল। যদিও আমার অভিনীত সিনেমাটি এই ঈদে মুক্তি পাওয়া অন্য তিনটি সিনেমা থেকে কম প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে আমি এখন পর্যন্ত যতটুকু শুনেছি অন্য তিনটি সিনেমা থেকে ‘বাদশা দ্য ডন’ তুলনামূলক ভাল ব্যবসা করেছে। কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে দারুণ দর্শক সাড়া পাচ্ছি। কলকাতার অনেকে এমনও বলেছে- শেষ কয়েক বছরে ‘বাদশা’র মতো বাণিজ্যিক সিনেমা এত ভালো ব্যবসা করেনি। সব কিছু মিলিয়ে বাদশা নিয়ে আমি দারুণ খুশি। ‘বাদশা দ্য ডন’ ছবির আগে নুসরাত ফারিয়া ‘আশিকি’, ‘হিরো ৪২০’ ছবিতে অভিনয় করেছেন। ছবিগুলো বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে আরও তিনটি ছবি মুক্তি পেয়েছে। সেগুলো হলো- শাকিব খান অভিনীত ‘শিকারি’, ‘সম্রাট’ ও ‘রানা পাগলা দ্য মেন্টাল’। কোন কাজে যদি প্রতিযোগিতা না থাকে, তাহলে সেটিতে উপভোগও করা হয় না। এবারের ঈদে তিনটি বড় বাজেটের সিনেমা মুক্তি পেয়েছে। বিষয়টি ফারিয়ার কাছেও দারুণ লেগেছে বলে জানালেন তিনি। ঈদের দিন অর্থাৎ ছবি মুক্তির দিনই বলাকা হলে সিনেমা দেখতে গিয়েছিলেন নুসরাত ফারিয়া। ফারিয়া বলেন, ‘দর্শকরা সিনেমা (বাদশা দ্য ডন) দেখছে আর সিটি বাজাচ্ছে। অনেকে ছবি দেখার পর সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন ‘বাদশা’ ছবিতে নুসরাত ফারিয়া একেবারে ফাটিয়ে দিয়েছেন। অসাধারণ তার অভিনয়। মন ছুঁয়ে যাওয়ার মতো পর্দায় তার উপস্থিতি। দুই বাংলায় মুক্তি পাওয়া ‘বাদশা’ নিয়ে ফারিয়া বললেন, ‘আবদুল আজিজ ও বাবা যাদব পরিচালিত ‘বাদশা’ ছবিটি আমার ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট। ছবিটি দর্শক গ্রহণ করবেন কিনা, তা নিয়েও ঈদের আগে নিজের মধ্যে সব সময়ই টেনশন আর সংশয় কাজ করত। তবে এখন পুরোই টেনশনমুক্ত। ‘বাদশা’র প্রচারণায় ভীষণ ব্যস্ত সময় কেটেছিল ফারিয়ার। সকালে বাংলাদেশ তো বিকেলে কলকাতা। টাইট সিডিউল যাকে বলে আর কি! ঈদ কেমন কেটেছে? এমন প্রশ্নে ফারিয়া, ‘ঈদের দিন সকালে দেশে ফিরেছি। ঈদের আগে সিনেমার প্রমোশন নিয়ে এত ব্যস্ত ছিলাম যে, পরিবারকে কোন সময়ই দিতে পারিনি। এখন ক্লান্তি আমায় ঘিরে ধরেছে। এজন্য বাসায় সময় দিচ্ছি। ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, শ্রদ্ধা দাসসহ আরও অনেকে। ‘বাদশা’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সঙ্গীত পরিচালনায় বাংলাদেশের ইমন সাহা ও কলকাতার জিৎ গাঙ্গুলী। ছবিটি ভারত থেকে প্রযোজনা করেছে এসকে মুভিজ।
×