ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরদলুই ট্রফি

আবাহনী খেলতে রাজি, তবে ...

প্রকাশিত: ০৬:৪৫, ২১ জুলাই ২০১৬

আবাহনী খেলতে রাজি, তবে ...

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও বরদলুই ট্রফিতে খেলার জন্য আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। গত ডিসেম্বর-জানুয়ারিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতের অসমে। সাফ ফুটবল ও সাইথ এশিয়ান গেমসের (এসএ গেমস) কারণে তখন তা অনুষ্ঠিত হয়নি। এরপর সিডিউল ফাঁকা থাকায় তাই আগামী সেপ্টেম্বরে বরদলুই ট্রফি আয়োজনের পরিকল্পনা নিয়েছে অসম কর্তৃপক্ষ। সে বার্তাই তারা দিয়েছে সর্বশেষ এ আসরের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে। তবে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু তাদের জানিয়েছেন, সেপ্টেম্বর নয়, যদি অক্টোবরের শেষ দিকে টুর্নামেন্টটি হয় তাহলে খেলতে পারবে আবাহনী। ততদিনে জাতীয় দলের খেলা শেষ হবে। বাংলাদেশ প্রিমিয়ার লীগও তার প্রথম পর্ব সম্পন্ন করবে। উল্লেখ্য, ১৯৫২ সাল থেকে বরদলুই ট্রফি আসরের খেলা শুরু হয়। একমাত্র ১৯৮০ সালে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়নি। সাধারণত এ আসরে ভারত, নেপাল, বাংলাদেশ এবং থাইল্যান্ডের আমন্ত্রিত ক্লাবগুলো অংশ নিয়ে থাকে। ঢাকা আবাহনী এ আসরে দুই বার ফাইনাল খেলে একবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০১০ আসরের সে ফাইনালে তারা ৩-০ গোলে হারায় নেপালের থ্রি স্টার ক্লাবকে। এছাড়া ১৯৯২ সালের ফাইনালে আবাহনী ০-১ গোলে ভারতের ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে হেরে রানার্সআপ হয়েছিল। এ আসরে আবাহনী ছাড়া বাংলাদেশের শিরোপাজয়ী আরেকটি দল হলো ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। ২০০৪ সালের ফাইনালে ব্রাদার্স ১-০ গোলে হারিয়েছিল ভারতের শিলং একাদশকে। ইতালির নতুন কোচ ভেন্টুরা স্পোর্টস রিপোর্টার ॥ ইতালির নতুন কোচ হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন দেশটির সাবেক মিডফিল্ডার জিয়ামপিয়েরো ভেন্টুরা। ইউরো চ্যাম্পিয়নশিপ চলার সময়ই তার আজ্জুরিদের কোচ হওয়া নিশ্চিত হয়। ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানির কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ইতালি। ওই ম্যাচের মধ্য দিয়ে বুফনদের কোচ অধ্যায় শেষ হয় এ্যান্টোনিও কন্টের। আনুষ্ঠানিকভাবে কন্টের স্থলাভিষিক্ত হওয়ার পর ভেন্টুরা জানিয়েছেন, তার আসল লক্ষ্য ইতালিকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট পাইয়ে দেয়া। ইউরো চ্যাম্পিয়নশিপের পরই ইতালির দায়িত্ব ছেড়েছেন কন্টে। নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য ইংলিশ প্রিমিয়ার লীগের (ইপিএল) দল চেলসির হটসিটে বসছেন তিনি। ভেন্টুরা ২০১৫-১৬ মৌসুম পর্যন্ত ইতালিয়ান সিরি এ -এর দল টুরিনোর দায়িত্ব পালন করেন। অবশ্য শুধু টুরিনো নয়Ñ বারি, পিসা, ভেরোনা, মেসিনা, নেপোলি, ক্যালিয়ারি, উদিনেস ও স্যাম্পডোরিয়ার মতো ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন ৬৮ বছর বয়সী ভেন্টুরা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে ‘জি’ গ্রুপে স্পেন, আলবেনিয়া, ইসরাইল, মেসিডোনিয়া, লিচস্টেটাইনের বিপক্ষে খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
×