ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেতন ছাড়াই আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা

প্রকাশিত: ০৬:৪৫, ২১ জুলাই ২০১৬

বেতন ছাড়াই আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ বিদ্রোহী হিসেবেই তার খ্যাতি সমগ্র বিশ্বে। সারাজীবন অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে সোচ্চার, আর বিপ্লবী আচরণ দিয়ে তিনি কামিয়েছেন এই খেতাব। তবে সবকিছু ছাপিয়ে তার অসামান্য ফুটবল সত্তাকেই বড় করে দেখা হয়। ১৯৯৭ সালে ৩৭তম জন্মদিনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এক যুগ অনেকটাই নিভৃতে ছিলেন। কিন্তু ২০১০ সালে আর্জেন্টিনার কোচ হয়ে আবারও নিজেকে আলোচনায় তুলে আনেন। এরপর বিশ্বকাপে ব্যর্থতা এবং বিশ্বকাপ পরবর্তী সময়ে কোচ পদে থাকা নিয়ে টানাপোড়েনে আর্জেন্টাইন বোর্ডের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। যে কারণে মেসি, তেভেজদের পাশে আর থাকা হয়নি বর্ণিল চরিত্রের দিয়াগো ম্যারাডোনার। এরপর সংযুক্ত আরব আমিরাতের আল-ওয়লস ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন ২০১১-২০১২ সাল পর্যন্ত। কিন্তু সেখানে ব্যর্থতার দায়ে বরখাস্ত হন। সেই থেকে অনেকটা বেকার হয়ে জীবনযাপন করছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। এ কারণেই বোধ হয় বিনা পয়সায় আবারও নিজ দেশ আর্জেন্টিনার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বুধবার এক সাক্ষাতকারে এমনই জানিয়েছেন ম্যাারাডোনা। ম্যারাডোনা বলেছেন, কোচ হতে চাই, সে ক্ষেত্রে অর্থ কোন মুখ্য বিষয় নয়। সাক্ষাতকারে ম্যারাডোনা বলেন, অর্থগত কারণেই এই পোস্টের (আর্জেন্টিনার কোচ পদ) জন্য আগ্রহী নয় দিয়াগো সিমিওনে। তবে আমার কাছে টাকা কোন বিষয় নয়। প্রয়োজনে ফ্রিতে জাতীয় দলের হয়ে কাজ করব। তিনি আরও বলেন, অনেকেই মনে করেন আমি দামী কোচ। কিন্তু মরিনহো? কিংবা আনচেলোত্তি কিংবা সিমিওনে। আমি জানি না এদের চেয়ে কতটা আমি দামী। শেষ অংশে নিজের ভুলগুলো অবশ্য স্বীকার করেছেন ম্যারাডোনা। ভুল কোচিং কিংবা সাংবাদিকদের মারতে তেড়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে তার বক্তব্যে। এ প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে কোচিংয়ে ভুল ছিল অনেক। খেলোয়াড়দের সঙ্গেও কাজের ধরনটা ঠিক ছিল না এবং সাংবাদিকদের সঙ্গে ফাইট করাও।
×