ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজ

দল সাজাতেই গলদঘর্ম জয়সুরিয়া

প্রকাশিত: ০৬:৪৪, ২১ জুলাই ২০১৬

দল সাজাতেই গলদঘর্ম জয়সুরিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রান্তিকাল অতিক্রম করছে শ্রীলঙ্কান ক্রিকেট। টি২০, ওয়ানডে কিংবা টেস্ট, তিন ভার্সনেই সাবেক চ্যাম্পিয়নদের এখন নাজুক অবস্থা। দেশে-বিদেশে একের পর এক ভরাডুবি, তার ওপর ইনজুরির কবলে একাধিক খেলোয়াড়। সব মিলিয়ে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দল সাজাতেই হিমশিম অবস্থা। সাবেক তারকা ও বর্তমান প্রধান নির্বাচক সনাথ জয়সুরিয়া বলেন, ‘এটা ঠিক একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরিতে আমাদের দল নির্বাচন কঠিন হয়ে যাচ্ছে।’ বড় সমস্য পেস আক্রমণ নিয়ে। ইনজুরিতে তিন দ্রুতগতির বোলার ধাম্মিকা প্রাসাদ, দুশন্ত চামিরা ও সুরাঙ্গা লাকমল। বিশ্বচ্যাম্পিয়ন অসিদের বিপক্ষে ৩ টেস্ট, ৫ ওয়ানডে ও ২ ম্যাচের টি২০ খেলবে লঙ্কানরা। মঙ্গলবার পাল্লেকেলেতে প্রথম টেস্ট দিয়ে শুরু ময়দানী লড়াই। সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় এ্যাঞ্জেলো ম্যাথুসের দল। কিন্তু কাজটা তাদের জন্য আরও কঠিন বলেই মনে হচ্ছে। ইনজুরি আক্রান্ত হয়ে বেশিরভাগ মূল ক্রিকেটারই এখন মাঠের বাইরে। পেসারদের ইনজুরিতে লঙ্কান পেস আক্রমণ এখন প্রায় ধসে পড়েছে। জয়সুরিয়া আরও বলেন, ‘ইনজুরির কারণে সেরা দল ঠিক করা যাচ্ছে না। দল নির্বাচন করাটাই এখন কঠিন একটি কাজ। তারপরও আমরা চেষ্টা করব। আশা করছি, যাদের নেয়া হবে তারা সেরা পারফর্মেন্স প্রদর্শন করবে।’ অভিজ্ঞরা ফিট না হলে ‘এ’ দলের ক্রিকেটারদের দিয়ে স্কোয়াড সাজানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘ইংল্যান্ডের মাটিতে এ- দলের খেলা দেখে আমি খুশি। জাতীয় দলে সুযোগ পেলে এখানেও তারা ভাল পারফরর্মেন্স করবে বলে আশা করছি। চার-পাঁচজন খেলোয়াড়দের দিকে আমরা বেশি মনোযোগ দিচ্ছি। দুই পেসার বিশ্ব ফার্নান্দো ও আশিথা ফার্নান্দো এবং দুই ব্যাটসম্যান ধনঞ্জয়া ও রোশান সিলভা নজর কেড়েছে।’ শ্রীলঙ্কা ক্রিকেটে বছরটা এখন পর্যন্ত খুবই বাজে কেটেছে। টি২০তে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ থেকে সপ্তম স্থানে নেমে গেছে। টেস্ট সাত আর ওয়ানডেতে ছয় নম্বরে। ওয়ানডেতে সাত নম্বরে থাকা বাংলাদেশ তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। অতএব, এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে মহাদুর্যোগ নেমে আসবে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী দলটির ওপর। এসব কিছুই শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য আরও বড় বিপদ সঙ্কেত। এমন অবস্থা চলতে থাকলে এক সময়ের এশিয়ার পরাশক্তি দলটিকে হয়ত বিশ্বকাপ, টি২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় ইভেন্টে সুযোগ পেতে আইসিসির সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাই পর্ব খেলতে হবে। এই দুর্দশার জন্য পরিবর্তনকালীন সময়কে দায়ী করা যেতে পারে। দুই তারকা মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা অবসর নেয়ার পর থেকে অবস্থা আরও খারাপ। সব মিলিয়ে অস্ট্রেলিয়া সিরিজটা ম্যাথুস-জয়সুরিয়াদের জন্য কঠিন এক পরীক্ষা।
×