ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না থাকায় তোলপাড়, সাঁতরে মেসির সঙ্গে দেখা করলেন এক ভক্ত

মরিনহোর সেরা তিনে পেলে, ম্যারাডোনা, মেসি

প্রকাশিত: ০৬:৪৪, ২১ জুলাই ২০১৬

মরিনহোর সেরা তিনে পেলে, ম্যারাডোনা, মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ সময়ের স্রোতে জল কম ঘোলা হয়নি! জোশে মরিনহোর একগুয়েমির কথা সবারই জানা। নিজেই নিজেকে তকমা দিয়েছেন ‘স্পেশাল ওয়ান’। তবে গত মৌসুমে চেলসির কোচ পদ থেকে ছাঁটাই হওয়ার পর মনে হচ্ছে, নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন পর্তুগীজ লৌহমানব। সাম্প্রতিক সময়ে তারকা এই কোচের কথাবার্তাতে সেটা পরিষ্কার। কিছুদিন আগে মরিনহোর দেশ পর্তুগাল প্রথমবারের মতো ইউরো ট্রফি জয় করে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের এরপর অভিনন্দনও জানান। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, পর্তুগীজ লৌহমানব নিজের সেরা তিন ফুটবলারের তালিকায় রাখেননি স্বদেশী রোনাল্ডোকে। বুধবার এক সাক্ষাতকারে মরিনহো জানিয়েছেন, তার দৃষ্টিতে সর্বকালের সেরা তিন ফুটবলার হলেনÑ মেসি, পেলে ও ম্যারাডোনা। মরিনহোর এই তালিকায় রোনাল্ডো না থাকায় অবাক হয়েছেন অনেকে। ইংলিশ দৈনিক ডেইলি মিরর এমন খবর পরিবেশন করেছে। তবে খবরের সতত্যা নিয়েও সংশয় আছে। সেখানে সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে প্রশ্ন করা হয় সর্বকালের সেরা ফুটবলার কে? জবাবে মরিনহো বলেন, আমার দৃষ্টিতে ইতিহাসের সেরা তিন খেলোয়াড় হচ্ছে মেসি, পেলে ও ম্যারাডোনা। স্পেশাল ওয়ান তার নিজস্ব মতামত রাখতেই পারেন। পেলে-ম্যারাডোনা তার তালিকায় থাকবেন এটাও স্বাভাবিক। কিন্তু ইউরো জয়ের পরও স্বদেশী রোনাল্ডোকে না রেখে মেসিকে রাখায় অনেকে বিস্মিত। বিস্মিত হওয়ার আরও কারণ আছে। রিয়াল মাদ্রিদের কোচ থাকাবস্থায় হরহামেশাই মেসির নিন্দা করতেন তিনি! সেই মরিনহোই সেরা তিনে রেখেছেন মেসিকে। এ কারণে প্রশ্ন উঠেছে, তাহলে কি তখন প্রতিপক্ষ শিবিরে ছিল বলেই মেসির প্রশংসা করতেন না? অনেকের মতে, সর্বকালের সেরাদের একজন আর্জেন্টিনা ও বার্সিলোনা ফরোয়ার্ড মেসি। গত এক দশক ধরে এমন মোহনীয় ফুটবল খেলেছেন, সময়ের সেরা ছাপিয়ে মেসির তুলনা হয় ফুটবল ইতিহাসের সেরাদের সঙ্গেই। কিন্তু মরিনহো বলার পর সেটা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। মেসিকে রাখতে গিয়ে এই সময়ের আরেক মহাতারকা রোনাল্ডোকে যে বাদ দিয়েছেন মরিনহো। ২০১০-২০১৩ সাল পর্যন্ত রিয়ালে রোনাল্ডোর কোচ ছিলেন মরিনহো। বর্তমানে যে ক্লাবে আছেন, সেখানেও কিংবদন্তির মর্যাদা পান পর্তুগীজ ফরোয়ার্ড। তার চেয়েও বড় কথা, রোনাল্ডো মরিনহোরই স্বদেশী। ক’দিন আগে পর্তুগালকে জিতিয়েছেন ইউরো। তারপরও সি আর সেভেনকে বাদ দিয়ে মেসিকে বেছে নেয়ার কারণেই এখন মরিনহোর সমালোচনা হচ্ছে অনেক। ২০১৩ ব্যালন ফিফা ডি’অর জিতেছিলেন রোনাল্ডো। সেই সময় রিয়ালের দায়িত্বে থাকা মরিনহো দলের প্রাণভোমরার প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, ‘রোনাল্ডোই সেরা। হ্যাঁ, বিশ্বেরই সেরা। সম্ভবত সর্বকালের সেরা। আমি কয়েকবার ম্যারাডোনাকে দেখেছি। পেলেকে কখনও দেখিনি। কিন্তু ক্রিশ্চিয়ানো অসাধারণ। ও সবার সেরা।’ কিন্তু সেই মরিনহোই এবার সেরার কাতারে রাখলেন না রোনাল্ডোকে। এদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার ঘোষণা দেয়ার সময় মেসি ক্ষিপ্ত ছিলেন বলে মনে করেন রামিরো ফুনেস মোরি। আর্জেন্টিনার এই ডিফেন্ডারের আশা, সিদ্ধান্ত বদলে বার্সিলোনার এই তারকা ফরোয়ার্ড আবার জাতীয় দলে ফিরবেন। সাক্ষাতকারে মরিনহো বলেন, শুধু মেসির জন্যই নয়, আমাদের সবার জন্য বিষণœ এক মুহূর্তে এটা বলা হয়েছিল। আমরা কাপ জিততে চেয়েছিলাম কিন্তু পারিনি। তবে আশা করি, মেসি ফিরে আসার সিদ্ধান্ত নেবেন। এদিকে মেসিকে নিয়ে আরেক মজার ঘটনা ঘটেছে। তাকে এক নজর দেখার জন্য অবাক কা- করেছেন এক ভক্ত। বার্সিলোনার আর্জেন্টাইন তারকার কাছে পৌঁছানোর জন্য একজনকে ভূমধ্যসাগরে সাঁতার কাটতে হয়েছে এক কিলোমিটার। বর্তমানে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে ছুটি কাটাচ্ছেন মেসি। ভূমধ্যসাগরে নিজের ব্যক্তিগত ইয়টে করে ঘুরে বেড়াচ্ছেন স্ত্রী-পুত্র নিয়ে। ইবিজা সমুদ্রসৈকতে বেড়াতে আসা মেসির এক ভক্ত হঠাৎ করেই খেয়াল করেন ব্যাপারটি। ইয়টে মেসিকে দেখে শুরুতে বিশ্বাসই করতে পারেননি নিজের চোখকে। পরে মেসির সঙ্গে দেখা করার মোক্ষম সুযোগটি হাতছাড়া করতে চাননি তিনি। সমুদ্র সৈকত থেকে এক কিলোমিটার সাঁতরে চলে যান মেসির ইয়টে। সেখানে গিয়ে মেসির কাছ থেকে পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। ২০ মিনিট ধরে গল্প করেছেন, জুস খেয়েছেন, সেলফি তুলেছেন নিজের প্রিয় ফুটবলারের সঙ্গে।
×