ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশবাসীর কাছে দোয়া চাইলেন

কাউন্টি খেলতে ইংল্যান্ডে মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:৪০, ২১ জুলাই ২০১৬

কাউন্টি খেলতে ইংল্যান্ডে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে টি২০ ও ওয়ানডে টুর্নামেন্ট খেলতে ইংল্যান্ড যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। প্রথমবার কাউন্টিতে খেলছেন। তাও আবার সাসেক্সের মত দলে। এজন্য গর্ববোধ করার সঙ্গে ভাল যেন খেলতে পারেন, সেজন্য দোয়া চেয়েছেন। বুধবার সকাল ১০টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১১ ঘণ্টার বিমান ভ্রমণ শেষে স্থানীয় সময় বিকেল ৩টায় লন্ডন পৌঁছাবেন তিনি। সকালে দেশ ত্যাগ করার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুস্তাফিজ। কাউন্টি ক্রিকেট থেকে সর্বোচ্চটাই শিখে আসতে চান এ তরুণ। বলেছেন, ‘শুধু ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংই নয়, একজন ভাল খেলোয়াড়কে অনেক কিছু জানতে হয়। চেষ্টা করব সেগুলো শিখে নিতে। সবাই আমার জন্য দোয়া করবেন।’ ভিসা হচ্ছে, হবে করে মঙ্গলবার হয়েছে। দেরি না করে বুধবারই রওনা হন মুস্তাফিজ। টার্গেট ২১ জুলাই ম্যাচটি থেকেই খেলার। ভিসা জটিলতায় অনেক ম্যাচই খেলা হয়নি। বাকি যে কয়টা ম্যাচ আছে, মুস্তাফিজ খেলতে চান। সাসেক্সও মুস্তাফিজের জন্য অধীর আগ্রহেই অপেক্ষায় থাকে। মুস্তাফিজ ও সাসেক্স দুই পক্ষের আশাই পূর্ণ হয়েছে। ইংল্যান্ডে গিয়ে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট টুর্নামেন্ট খেলবেন। ২১ জুলাই এ্যাসেক্সের বিপক্ষে সাসেক্সের ম্যাচ রয়েছে। সেই ম্যাচ দিয়ে কাউন্টিতে মুস্তাফিজের অভিষেক হবে। ওয়ানডেতেও খেলবেন মুস্তাফিজ। রয়াল লন্ডন ওয়ানডে কাপে খেলবেন। যেখানে মুস্তাফিজের দলের অবস্থা খুবই খারাপ। ৪ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে সাসেক্স। ওয়ানডেতে সাসেক্সের পরবর্তী খেলা ২৪ জুলাই। প্রতিপক্ষ গ্লোচেস্টারশায়ার। এ ম্যাচ থেকেই কাউন্টিতে ওয়ানডেতেও খেলবেন মুস্তাফিজ। নেটওয়েস্ট টি২০ ব্লাস্ট টুর্নামেন্টে ২১ জুলাই এসেক্সের বিপক্ষে, ২২ জুলাই সারের বিপক্ষে, ২৮ জুলাই গ্ল্যামারগানের বিপক্ষে ম্যাচ খেলবেন মুস্তাফিজ। আর ওয়ানডেতে ২৪ জুলাই গ্লোচেস্টারশায়ারের বিপক্ষে, ২৭ জুলাই হ্যাম্পশায়ারের বিপক্ষে, ৩০ জুলাই সামারসেটের বিপক্ষে, ২ আগস্ট কেন্টের বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে মুস্তাফিজের। টি২০ ও ওয়ানডে টুর্নামেন্টে মুস্তাফিজের দলের যে অবস্থা তাতে কোয়ার্টার ফাইনালে খেলা কঠিনই। যদি শেষপর্যন্ত কোয়ার্টার ফাইনালে খেলে সাসেক্স আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ। ওয়ানডে টুর্নামেন্টে সাসেক্সের অবস্থা তলানিতে। আর টি২০তে সপ্তম স্থানে আছে দলটি। ১১ ম্যাচে ৪ জয়, ৫ হারে (২ ম্যাচের রেজাল্ট হয়নি) ১০ পয়েন্ট সাসেক্সের। মুস্তাফিজকে পেয়ে সাসেক্সও খুশি। সাসেক্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল ফ্যান পেজে মুস্তাফিজকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পোস্টে লিখেছে, ‘সাসেক্স ক্রিকেট আনন্দের সঙ্গে জানাচ্ছে মুস্তাফিজুর রহমান আসছে। সাসেক্স আশা করছে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টের পরবর্তী ম্যাচ এসেক্স ঈগলসের বিপক্ষেই খেলবেন মুস্তাফিজ। বাংলাদেশের এই আন্তর্জাতিক ক্রিকেটার ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট ও রয়াল লন্ডন ওয়ানডে কাপেও আমাদের সঙ্গে থাকবেন।’ আইপিএল মাতিয়েছেন মুস্তাফিজ। দেশের সুনাম বাড়িয়েছেন। ১৬ ম্যাচ খেলে ৬.৯০ ইকোনোমি রেটে দখলে নিয়েছেন ১৭ উইকেট। মজার বিষয়, প্রথমবারেই শিরোপার স্বাদ পেয়েছেন মুস্তাফিজ। নির্বাচিত হয়েছেন নবম আইপিএল এর সেরা উদীয়মান খেলোয়াড়। কাউন্টিতে এমন কিছুই দেখাবেন মুস্তাফিজ, সেই আশা করছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীমও। মুস্তাফিজকে শুভকামনা জানিয়ে মুশফিক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘কাউন্টি মৌসুমের জন্য মুস্তাফিজকে শুভকামনা জানাচ্ছি। চ্যাম্পিয়ন হও, আবারও আমাদের গর্বিত কর।’ মুস্তাফিজই তাই চান। এজন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।
×