ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসীর মূলোৎপাটনে ঐক্যবদ্ধ হতে হবে ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৬:২৯, ২১ জুলাই ২০১৬

সন্ত্রাসীর মূলোৎপাটনে ঐক্যবদ্ধ হতে হবে ॥ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের মূলোৎপাটনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি রাজধানীর হলি আর্টিজান ক্যাফেতে বন্ধু প্রতিম বিদেশী নাগরিকদের হত্যা এবং ঈদ-উল-ফিতরের দিনে শোলাকিয়া ঈদগাহ মাঠের নিকটে হামলার উল্লেখ করে বলেন, এ ঘটনায় দেশবাসী মর্মাহত এবং কষ্ট পেয়েছে। খবর বাসসর। রাষ্ট্রপতি বুধবার রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দফতরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের দরবারে ভাষণ প্রদানকালে এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বাঙালীরা একটি শান্তিপ্রিয় জাতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালী সংস্কৃতির একটি ঐতিহ্য। ফলে দেশবাসী এ ধরনের সন্ত্রাসী ঘটনাকে কখনো সমর্থন দেবে না। তিনি বলেন, এই দেশের জনগণ কখনও এ ধরনের সন্ত্রাসী কর্মকা- সহ্য করবে না। তিনি বলেন, সারা বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশে সন্ত্রাসবাদেরও পরিবর্তন আসছে। এ কারণে পিজিআর সদস্যদের জন্য সময়োপযোগী ও মানসম্পন্ন প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে তারা যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে পারে। রাষ্ট্রপতি দায়িত্ব পালনের ক্ষেত্রে চেন অব কমান্ড বজায় রাখতে পিজিআর সদস্যদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হক, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর হারুন এবং উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বেহাল দশা ... পুরান ঢাকার জনসন রোডের ট্রাফিক সিগন্যাল পোস্ট ভেঙ্গে পড়ে আছে ফুটপাথে। এতে পথচারী চলাচলে যেমন সমস্যা হচ্ছে, একইভাবে যান চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত ট্রাফিক সিগন্যাল পোস্ট না থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন অনেকে। শীঘ্র সিগন্যাল পোস্টটি ঠিক করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। বর্ষার পানিতে সাঁতার বর্ষার নতুন পানিতে ভরে উঠেছে তুরাগ নদ। এই নতুন পানিতে গোসলে মেতেছে তুরাগ পারের স্থানীয় শিশু-কিশোরেরা। মালবাহী একটি ট্রলার থেকে লাফিয়ে পড়ে সাঁতরে মজা করছে তারা। তবে অসাবধান হলেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। তুরাগ এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×