ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণতন্ত্রে সামরিক বেসামরিক সম্পর্ক বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৬:২৮, ২১ জুলাই ২০১৬

গণতন্ত্রে সামরিক বেসামরিক সম্পর্ক বিষয়ক সেমিনার

‘গণতন্ত্রে সামরিক-বেসামরিক সম্পর্ক : একটি কার্যকরী কাঠামো’ শীর্ষক সেমিনার বুধবার বিআইআইএসএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব)। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সেমিনারে স্বাগত বক্তব্যে মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান, মহাপরিচালক, বিআইআইএসএস দক্ষিণ এশীয় দেশগুলোতে সামরিক-বেসামরিক সম্পর্কের প্রকৃতি এবং গণতন্ত্র বাস্তবায়ন ও জাতীয় উন্নয়নের প্রেক্ষিতে সামরিক-বেসামরিক সম্পর্কের একটি কার্যকর কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ, চেয়ারম্যান, বোর্ড অব গবর্নরস, বিআইআইএসএস তার উদ্বোধনী বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে সামরিক-বেসামরিক সম্পর্ক শক্তিশালীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেঃ জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দী (বীর বিক্রম) সামরিক-বেসামরিক সম্পর্ক উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। সেমিনারে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বরণ সিংয়ের লেখা ভারতীয় অভিজ্ঞতার আলোকে সামরিক-বেসামরিক সম্পর্ক ব্যাখ্যা সম্পর্কিত একটি লিখিত প্রবন্ধ পাঠ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রাশেদুজ্জামান গণতন্ত্রে সামরিক-বেসামরিক সম্পর্কের একটি কার্যকরী কাঠামো নিয়ে আলোচনা করেন। -আইএসপিআর
×